টিকে থাকার লড়াইয়ে লঙ্কানদের পুঁজি ২০৩
২৮ জুন ২০১৯ ১৯:১৮ | আপডেট: ২৮ জুন ২০১৯ ২০:১২
চলতি বিশ্বকাপের ৩৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা। রিভারসাইড কাউন্টি গ্রাউন্ডে শুক্রবার (২৮ জুন) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস। ৪৯.৩ ওভারে লঙ্কানরা সব উইকেট হারিয়ে তুলেছে ২০৩ রান।
ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নে। আরেক ওপেনার কুশল পেরেরা ৩৪ বলে করেন ৩০ রান। তিন নম্বরে নামা আভিস্কা ভার্দান্দো ৩০, কুশল মেন্ডিস ২৩, অ্যাঞ্জেলো ম্যাথিউস ১১, ধনাঞ্জয়া ডি সিলভা ২৪, জীবন মেন্ডিস ১৮, থিসারা পেরেরা ২১, ইসুরু উদানা ১৭ রান করেন।
প্রোটিয়াদের হয়ে ১০ ওভারে ২৫ রান খরচায় তিনটি উইকেট তুলে নেন ডোয়াইন প্রিটোরিয়াস। স্পিনার ইমরান তাহির ১০ ওভারে ৩৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। কেগিসো রাবাদা ১০ ওভারে ৩৬ রান দিয়ে নেন দুটি উইকেট। আন্দেইল ফেলুকাওয়ো ৮ ওভারে ৩৮ রান দিয়ে নেন একটি উইকেট। জেপি ডুমিনি ২ ওভারে ১৫ রান খরচায় উইকেট পাননি। ক্রিস মরিস ৯.৩ ওভারে ৪৬ রান দিয়ে নেন তিনটি উইকেট।
বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেলেও সম্মান বাঁচানোর লড়াইয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। ছয় ম্যাচ খেলা শ্রীলঙ্কা আছে টেবিলের সাতে আর সাত ম্যাচ খেলে মাত্র এক জয়ে ৩ পয়েন্ট পাওয়া দক্ষিণ আফ্রিকার অবস্থান নয়ে।
এবারের বিশ্বকাপে লঙ্কানদের খেলা ছয় ম্যাচের দু’টিই ভেসে গেছে বৃষ্টিতে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের হার, এরপরে আফগানদের বিপক্ষে বৃষ্টি আইনে ৩৪ রানের জয়। এরপর বাকি দুই ম্যাচ পরিত্যক্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে ৮৭ রানের বড় ব্যবধানে। তবে, শক্তিশালী ইংলিশদের হারিয়েছে ২০ রানের ব্যবধানে।
আর মুদ্রার যেন বিপরীত দিকটা দেখছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে জয় মাত্র একটিতে। সেটিও নিজেদের থেকে অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিপক্ষে। ইংল্যান্ড, বাংলাদেশ আর ভারতের কাছে পরাজয়। আর উইন্ডিজের সাথে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এছাড়াও হেরেছে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষের ম্যাচ দুটিও।
বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ: ৫টি, দক্ষিণ আফ্রিকা জয়ী: ৩টি। শ্রীলঙ্কা জয়ী: ১টি। ড্র: ১টি, মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ৭৬টি দক্ষিণ আফ্রিকা জয়ী: ৪৩টি। শ্রীলঙ্কা জয়ী: ৩১টি। ড্র: ১টি ম্যাচ পরিত্যক্ত: ১টি।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
** টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা
** ইনিংসের প্রথম বলে উইকেট হারানোর চতুর্থ ঘটনা
সারাবাংলা/এমআরপি