Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের কাছে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিদায়


২৭ জুন ২০১৯ ২২:৫১

চলতি বিশ্বকাপের ৩৪তম ম্যাচে মুখোমুখি হয় ভারত আর ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হতো উইন্ডিজদের। ভারতের বিপক্ষে ১২৫ রানে হেরে দ্বাদশ বিশ্বকাপ থেকে বিদায় নিল ১৯৭৫ আর ১৯৭৯ বিশ্বকাপ জয়ী ক্যারিবীয়ানরা। জেসন হোল্ডার, ক্রিস গেইলদের হাতে আছে আরও দুটি ম্যাচ। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে এই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো উইন্ডিজদের।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলপতি বিরাট কোহলি। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তোলে ২৬৮ রান। জবাবে, ৩৪.২ ওভারে সব উইকেট হারিয়ে উইন্ডিজরা তোলে ১৪৩ রান। ৬ ম্যাচ শেষে ভারতের সংগ্রহ ১১ পয়েন্ট, অবস্থান দুইয়ে। আর ৭ ম্যাচে ক্যারিবীয়ানদের সংগ্রহ ৩ পয়েন্ট, অবস্থান আটে। ম্যাচ সেরার পুরস্কার ওঠে বিরাট কোহলির হাতে।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার রোহিত শর্মা ১৮ রান করে বিদায় নেন। আরেক ওপেনার লোকেশ রাহুল ৬৪ বলে ছয়টি বাউন্ডারিতে করেন ৪৮ রান। মাঝে বিজয় শঙ্কর করেন ১৪ রান। ভারতীয় দলপতি বিরাট কোহলি করেন ৭২ রান। তার ৮২ বলে সাজানো ইনিংসে ছিল আটটি বাউন্ডারির মার।

কেদার যাদব ৭ রানে ফেরেন। ১৮০ রানের মাথায় ভারতের পঞ্চম উইকেটের পতন ঘটে। এরপর জুটি গড়েন মহেন্দ্র সিং ধোনি আর হার্দিক পান্ডিয়া। এই জুটিতে আসে ৭০ রান। ৪৯তম ওভারে বিদায় নেওয়ার আগে হার্দিক পান্ডিয়া করেন ৪৬ রান। তার ৩৮ বলে সাজানো ইনিংসে ছিল পাঁচটি চারের মার। একই ওভারে ফেরেন মোহাম্মদ শামি। ধোনি ৬১ বলে তিনটি চার আর দুটি ছক্কায় করেন অপরাজিত ৫৬ রান।

উইন্ডিজ পেসার কেমার রোচ ১০ ওভারে ৩৬ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। ১০ ওভারে ৫২ রান দিয়ে কোনো উইকেট পাননি ফ্যাবিয়ান অ্যালেন। দলপতি জেসন হোল্ডার ১০ ওভারে ৩৩ রান খরচায় পান দুটি উইকেট। কার্লোস ব্রাথওয়েইট ৩ ওভারে ৩৩ রান দিয়ে কোনো উইকেট পাননি। ওশানে থমাস ৭ ওভার বল করে ৬৩ রানের বিনিময়ে উইকেটশূন্য থাকেন। শেল্ডন কটরেল ১০ ওভারে ৫০ রান দিয়ে নেন দুটি উইকেট।

বিজ্ঞাপন

২৬৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল ফেরেন ৬ রান করে। ৪০ বলে ৩১ রান করেন আরেক ওপেনার সুনীল অ্যামব্রিস। তিন নম্বরে নামা শাই হোপ ৫ রানে বিদায় নেন। নিকোলাস পুরান ২৮, শিমরন হেটমায়ার ১৮, জেসন হোল্ডার ৬, কার্লোস ব্রাথওয়েইট ১, ফ্যাবিয়ান অ্যালেন ০, শেল্ডন কটরেল ১০, কেমার রোচ ১৪ আর ওশানে থমাস ৬ রান করেন।

ভারতের পেসার মোহাম্মদ শামি ৬.২ ওভারে ১৬ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। জাসপ্রিত বুমরাহ দুটি, হার্দিক পান্ডিয়া একটি, কুলদীপ যাদব একটি আর যুভেন্দ্র চাহাল দুটি উইকেট পান।

উইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল (সহ-অধিনায়ক), শিমরন হেটমায়ার, শাই হোপ, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্র্যাথওয়েট, নিকোলাস পুরান, কেমার রোচ, ওশান থমাস, শ্যানন গ্যাব্রিয়েল এবং শেল্ডন কটরেল।

ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, কুলদীপ যাদব ও যুভেন্দ্র চাহাল।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

** টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের
** কোহলির ২০ হাজার রান
** বিশ্বকাপে টানা চার ফিফটি কোহলির
** বাঁচা-মরার ম্যাচে গেইলদের টার্গেট ২৬৯

সারাবাংলা/এমআরপি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ভারত র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর