Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে লারা-ক্যালিসকে টপকাতে পারবেন গেইল?


২৭ জুন ২০১৯ ১২:১২

বিশ্বকাপে শেষে ব্যাট তুলে রাখবেন এমনই শোনা গিয়েছিল। তবে বিশ্বকাপে শেষেই ব্যাট তুলে রাখছেন না ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি ভারতের। ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

আর এই ম্যাচেই এই ক্যারিবীয় ব্যাটসম্যানের সামনে থাকছে দুই কিংবদন্তি ক্রিকেটারকে ছাড়িয়ে যাওয়ার। উইন্ডিজদের হয়ে ১৯৯০ থেকে ২০০৭ সাল পর্যন্ত খেলেছেন কিংবদন্তি ব্যাটসম্যান ব্র্যায়ান লারা। আর এই সময়ে ২৮৯ ইনিংসে নিজের নামের পাশে যোগ করেছেন ১০হাজার ৪০৫ রান। গ্রেট লারার সাথে প্রায় ৮ বছর ক্রিকেট খেলার সুযোগ মিলেছে গেইলের। আর আজ লারার ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন তিনি।

বিজ্ঞাপন

১৯৯৯ সাল অভিষেক ক্যারিবীয় জার্সিতে। আর এই দীর্ঘ ২০ বছরের সময়ে ২৮৮টি ইনিংসে ব্যাট হাতে নেমেছেন মাঠে। নামের পাশে জ্বল জ্বল করছে ১০ হাজার ৩৪৫ রান। ভারতের বিপক্ষে মাত্র ৬০ রান করতে পারলে স্পর্শ করবেন গ্রেট লারাকে। আর মাত্র ৬১ রান করতে পারলে ছাড়িয়ে যাবেন লারাকে। ১৯টি শতক আর ৬৩টি অর্ধশতক আছে গ্রেট লারার নামের পাশে, যা আগেই টপকে গেছেন গেইল। নিজের নামের পাশে জড় করেছেন ২৫টি শতক আর ৫৩টি অর্ধশতক।

গেইলের সামনে আজ কেবল লারাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভবনায় নয়, আছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে যাওয়ারও সম্ভবনা। বিশ্বকাপের মূল মঞ্চে সব মিল্যে মোট ৩২ ইনিংসে ব্যাট হাতে নেমে ১১শত ৪৮ রান করেছেন ক্যালিস। আর ক্যারিবীয়দের জার্সিতে ৩১ ইনিংসে ১১শত ৩৮ রান করেছেন গেইল। ভারতের বিপক্ষে মাত্র ১০ রান করতে পারলেই ছাড়িয়ে যাবেন জ্যাক ক্যালিসকে।

বিজ্ঞাপন

বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের এই তালিকার সপ্তম স্থানে আছেন জ্যাক ক্যালিস আর অষ্টম স্থানে আছেন ক্রিস গেইল। ইউনিভার্সাল বস খ্যাত গেইলের সামনে আজই থাকছে শ্রীলঙ্কান কিংবদন্তি অলরাউন্ডার সনাত জয়াসুরিয়াকে ছাড়ানোরও সম্ভবনা। বিশ্বকাপে এই গ্রেটের মোট রান ১১শত ৬৫ রান।

ভারতের বিপক্ষে এই ম্যাচ হেরে গেলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত উইন্ডিজের। আর এটিই হতে যাচ্ছে ক্রিস গেইলের বিশ্বকাপ। বিশ্বকাপের পর ঘরের মাঠে ভারত সিরিজের পরে অবসরে যাবেন এই বিধ্বংসী ব্যাটসম্যান।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: ‘ইংলিশ সমর্থকের বিদ্রুপেই বিধ্বংসী স্টার্ক’

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ক্রিস গেইল জ্যাক ক্যালিস ব্র্যায়ান লারা ভারত-উইন্ডিজ সনাত জয়াসুরিয়া

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর