চতুর্থ বাংলাদেশি হিসেবে ডাবলের পথে তামিম
২৬ জুন ২০১৯ ১৪:২৩ | আপডেট: ২৬ জুন ২০১৯ ১৫:৫১
জাতীয় দলে যে পঞ্চপাণ্ডবের কথা বলা হয়ে থাকে তাদের অন্যতম দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এই পঞ্চপাণ্ডবই টাইগারদের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় শীর্ষে। এরমধ্যে থেকে জাতীয় দলের জার্সিতে তামিম ২০০তম ম্যাচ খেলা অপেক্ষায় আছেন। বিশ্বকাপে ওপেনার হিসেবে অটোমেটিক চয়েজ তামিম আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে একাদশে থাকলেই ওয়ানডে ফরম্যাটে অন্যরকম এক ডাবল সেঞ্চুরি হাঁকাবেন তামিম।
পঞ্চপাণ্ডবের খ্যাতি পাওয়া মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম আর মাহমুদউল্লাহদের পরেই আছেন সাবেক দলপতি মোহাম্মদ আশরাফুল। ২০০১ সালে ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা হলেও ২০১৩ সালে থমকে যায় অ্যাশের ক্যারিয়ার। টাইগার জার্সিতে খেলেছেন ষষ্ঠ সর্বোচ্চ ১৭৫ ম্যাচ। গত ৬ বছরে কোনো ওয়ানডে খেলা হয়নি তার। যদি খেলতে পারতেন তাহলে নি:সন্দেহে টাইগারদের জার্সিতে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে রাখতে পারতেন আশরাফুল।
বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ ২১৩ ওয়ানডে ম্যাচ খেলেছেন মাশরাফি। আশরাফুলের মতো ২০০১ সালে তার ওয়ানডে ক্যারিয়ার শুরু হয়। দ্বিতীয় সর্বোচ্চ ২১১ ম্যাচ খেলেছেন ২০০৬ সালে ওয়ানডে ক্যারিয়ার শুরু করা মুশফিক। মুশির সঙ্গে ওয়ানডে ফরম্যাটে আসা সাকিব খেলেছেন তৃতীয় সর্বোচ্চ ২০৪ ম্যাচ। ২০০৭ সালে ওয়ানডে ক্যারিয়ার শুরু হওয়া তামিম খেলেছেন চতুর্থ সর্বোচ্চ ১৯৯ ম্যাচ। আর এই তালিকায় পাঁচে থাকা মাহমুদউল্লাহ ২০০৭ সালের পর থেকে খেলেছেন ১৮১ ম্যাচ।
ডাবলের আগে তামিম ১৯৭ ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে করেছেন ৩৬.১৯ গড়ে সর্বোচ্চ ৬৮৪১ রান। ৬১৯৩ রান নিয়ে তার পেছনে আছেন সাকিব। তামিমের সেঞ্চুরিও সর্বোচ্চ ১১টি, সাকিবের আছে দ্বিতীয় সর্বোচ্চ ৯টি, মুশফিক করেছেন তৃতীয় সর্বোচ্চ ৭টি সেঞ্চুরি। সর্বোচ্চ ৪৭টি ফিফটির মালিকও তামিম। তার নামের পাশে আছে সর্বোচ্চ ৮২টি ছক্কা। লাল-সবুজের জার্সিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংটাও তামিমের দখলে (১৫৪)।
দেখে নেওয়া যাক ডাবলের আগে চলতি বিশ্বকাপে ব্যাট হাতে তামিমের স্কোরগুলো:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬, নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪, ইংল্যান্ডের বিপক্ষে ১৯, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৮, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২ আর আফগানিস্তানের বিপক্ষে ৩৬।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ডাবল সেঞ্চুরি তামিম বিশ্বকাপ স্পেশাল র্যাবিটহোল