Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিঞ্চের প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ড


২৫ জুন ২০১৯ ২০:২২

ইংলিশদের বিপক্ষে বিশ্বকাপের ৩২তম ম্যাচে সেঞ্চুরি করেছেন ১১৬ ওয়ানডে ম্যাচে খেলতে নামা অজি দলপতি অ্যারন ফিঞ্চ। এই সেঞ্চুরিতে চলতি বিশ্বকাপে দ্বিতীয় আর নিজের ক্যারিয়ারে ১৫তম সেঞ্চুরির দেখা পেলেন ফিঞ্চ। এদিকে, ইংলিশদের বিপক্ষে পেলেন সপ্তম সেঞ্চুরি।

ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফিঞ্চ যে কোনো এক প্রতিপক্ষের বিপক্ষে পেলেন সাতটি সেঞ্চুরি। শচীন টেন্ডুলকার অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছিলেন সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি। এছাড়া, শ্রীলঙ্কার বিপক্ষেও পেয়েছিলেন ৮টি সেঞ্চুরি। ভারতের দলপতি রিবাট কোহলি ৮টি সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির সেঞ্চুরি আছে ৭টি। ভারতের ওপেনার রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছেন সাতটি সেঞ্চুরি।

বিজ্ঞাপন

পাকিস্তানের ওপেনার সাঈদ আনোয়ার শ্রীলঙ্কানদের বিপক্ষে সাতটি সেঞ্চুরি করেছিলেন। লঙ্কান গ্রেট মাতারা হ্যারিকেন খ্যাত সনাথ জয়সুরিয়া ভারতের বিপক্ষে পেয়েছিলেন সাতটি সেঞ্চুরি। অ্যারন ফিঞ্চ ইংল্যান্ডের বিপক্ষে পেলেন সাতটি সেঞ্চুরি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে অজিরা তুলেছে ২৮৫ রান। অজি দলপতি ফিঞ্চ চলতি বিশ্বকাপের দ্বিতীয় আর ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরির দেখা পান। লর্ডসে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ১২৩ রান তোলেন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার। ১১৬ বলে ১১টি চার আর দুটি ছক্কায় দলপতি ফিঞ্চ করেন ১০০ রান।

এর আগে ইংলিশদের বিপক্ষে আরও ছয়টি সেঞ্চুরি করেছিলেন ফিঞ্চ। ২০১৪ সালের ১২ জানুয়ারি ক্যারিয়ারের দ্বিতীয় আর ইংলিশদের বিপক্ষে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। মেলবোর্নে সেই ম্যাচে ১২১ রান করেছিলেন ফিঞ্চ। একই সিরিজে পার্থে করেছিলেন ১০৮ রান। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি মেলবোর্নে ইংলিশদের বিপক্ষে করেছিলেন ১৩৫ রান। ২০১৮ সালের ১৪ জানুয়ারি মেলবোর্নে ইংলিশদের বিপক্ষে ১০৭ রান করার পরের ম্যাচেই ব্রিসবেনে করেছিলেন ১০৬ রান।

বিজ্ঞাপন

২০১৮ সালের ২১ জুন চেস্টার লী স্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে ফিঞ্চ করেছিলেন ১০০ রান। আজ করলেন আরেকটি সেঞ্চুরি। তাতে ইংলিশদের বিপক্ষে ফিঞ্চের সেঞ্চুরির সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতটিতে। দুই সেঞ্চুরির মাঝের সময়ে ইংলিশদের বিপক্ষে মাত্র একটিই ম্যাচ খেলেছেন, সেখানে করেন ২২ রান।

ইংলিশদের বিপক্ষে দুই সেঞ্চুরির মাঝে আরও তিনটি সেঞ্চুরির দেখা পেয়েছেন অজি দলপতি। এর মধ্যে চলতি বছরের মার্চে শারজায় ব্যাট টু ব্যাক সেঞ্চুরিও আছে তার নামের পাশে। করেছিলেন ১১৬ আর অপরাজিত ১৫৩ রান। কদিন আগে এই বিশ্বকাপে দ্য ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ১৫৩ রান।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ সেঞ্চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর