Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিলিকে হারালো উরুগুয়ে, জাপান করলো ড্র


২৫ জুন ২০১৯ ১০:১২

কোপা আমেরিকার গ্রুপ সি’র লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ১-০ গোলে হারালো উরুগুয়ে। আর ইকুয়েডরের সাথে ১-১ গোলের ড্র করেছে জাপান।

রিও ডি জেনেরিওতে এডিসন কাভানির করা একমাত্র গোলে শিরোপাধারী চিলিকে ১-০ গোলের ব্যবধানে জিতেছে উরুগুয়ে। ম্যাচের প্রথম থেকেই সমানে সমান লড়াই দু’দলের। তবে বল পজিশনে কিছুটা এগিয়ে ছিল চিলি।

তবে শেষ পর্যন্ত ম্যাচের ৮২ মিনিটে জনাথন রড্রিগেজের এসিস্টে এডিসন কাভানি গোল করলে ১-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

এদিকে এশিয়ান জায়ান্ট জাপান ইকুয়েডরের সাথে ১-১ গোলে ড্র করেছে। শোয়া নাকাজিমার গোলে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায় জাপান। তবে ৩৫ মিনিটে অ্যাঞ্জেল মিনার গোলে সমতায় ফেরে ইকুয়েডর। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ঠ থাকতে হয় দু’দলকে।

সারাবাংলা/এসএস

কোপা আমেরিকা ২০১৯ চিলি-উরুগুয়ে জাপান-ইকুয়েডর