৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১
২৫ জুন ২০১৯ ০০:৫৪ | আপডেট: ২৫ জুন ২০১৯ ১১:৪২
৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। কাকতালীয়ভাবে দ্বাদশ বিশ্বকাপের ৩১টি ম্যাচ শেষে প্রথম ৭টি দলের পয়েন্ট গাণিতিক এই সংখ্যাগুলোই।
সোমবার (২৪ জুন) সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে আসে বাংলাদেশ। এই ম্যাচের আগে পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ছিল ৬।
৩১ ম্যাচ শেষে পয়েন্ট তালিকা অনুযায়ী দলগুলোর অবস্থান
১. নিউজিল্যান্ড ৬ ম্যাচ শেষে শীর্ষ স্থানে আছে ১১ পয়েন্ট নিয়ে।
২. অস্ট্রেলিয়া ৬ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে আছে ১০ পয়েন্ট নিয়ে।
৩. ভারত ৫ ম্যাচ শেষে তৃতীয় স্থানে আছে ৯ পয়েন্ট নিয়ে।
৪. স্বাগতিক ইংল্যান্ড ৬ ম্যাচ শেষে চতুর্থ স্থানে আছে ৮ পয়েন্ট নিয়ে।
৫. বাংলাদেশ ৭ ম্যাচ শেষে পঞ্চম স্থানে আছে ৭ পয়েন্ট নিয়ে।
৬. শ্রীলঙ্কা ৬ ম্যাচ শেষে ষষ্ঠ স্থানে আছে ৬ পয়েন্ট নিয়ে।
৭. পাকিস্তান ৬ ম্যাচ শেষে সপ্তম স্থানে আছে ৫ পয়েন্ট নিয়ে।
৮. ওয়েস্ট ইন্ডিজ ৬ ম্যাচ শেষে অষ্টম স্থানে আছে ৩ পয়েন্ট নিয়ে।
৯. দক্ষিণ আফ্রিকা ৭ ম্যাচ শেষে নবম স্থানে আছে ৩ পয়েন্ট নিয়ে।
১০. আফগানিস্তা ৭ ম্যাচ শেষে দশম স্থানে আছে ০ পয়েন্ট নিয়ে।
সবকটিতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে আফগানিস্তান। প্রথম দল হিসেবে তারা টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে। দ্বিতীয় দল হিসেবে ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো জিতে সেমি ফাইনালে উত্তীর্ণ হওয়ার লড়াইয়ে গাণিতিকভাবে টিকে আছে প্রথম আটটি দলই।
সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে গ্রুপ পর্বের খেলা বাকি আরও ১৪টি ম্যাচ। এই ম্যাচগুলোতেই নির্ধারণ হয়ে যাবে দ্বাদশ বিশ্বকাপের সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করা দলগুলোর নাম। তার আগ পর্যন্ত ভক্তদের মনে থাকবে পয়েন্ট তালিকার সংখ্যা নিয়ে নানা যোগ-বিয়োগের হিসেব, যেখানে প্রথম ৭টি দলের পয়েন্ট সংখ্যা ১১, ১০, ৯, ৮, ৭, ৬ ও ৫।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এসবি
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টপ নিউজ টাইগার পয়েন্ট টেবিল বাংলাদেশ র্যাবিটহোল