Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কপিলকে টপকে গেলেন সাকিব


২৪ জুন ২০১৯ ২০:৫৬ | আপডেট: ২৪ জুন ২০১৯ ২২:১৫

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো উইকেট তুলে নিতে পারেননি সাকিব। সোমবার (২৪ জুন) আফগানিস্তানের বিপক্ষে বল হাতে নিজের প্রথম ওভারেই ওপেনার রহমত শাহর উইকেট তুলে নেওয়ার মধ্যদিয়ে সাকিব টপকে গেলেন ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেবকে। বিশ্বমঞ্চে সাকিবের উইকেট বেড়ে দাঁড়ালো ২৯টি। বিশ্বকাপে কপিলের উইকেট ২৮টি।

কপিল দেব ২৬ ম্যাচের ২৫ ইনিংসে বল করে এই উইকেট পান। সাকিব ২৭ ম্যাচের ২৭ ইনিংসে পেলেন ২৯টি উইকেট। বিশ্বকাপে ২৯ উইকেট আছে ইংল্যান্ডের ফিল ডেফ্রেইটাসের।

বিজ্ঞাপন

ব্যাট হাতে ৫০ প্লাস আর বল হাতে কমপক্ষে ১ উইকেট এমন কীর্তিতে সপ্তমবার নাম লেখালেন সাকিব। যা বিশ্বরেকর্ডও বটে। সাকিবের পরেই আছেন দিলশান, লঙ্কান এই অলরাউন্ডার এই কীর্তিতে নাম লিখিয়েছেন ৬ বার।

এর আগে উন্ডিজদের বিপক্ষে খেলতে নেমে ফিরিয়ে দেন ওপেনার এভিন লুইস এবং ইনফর্ম নিকোলাস পুরানকে। অজিদের বিপক্ষে কোনো উইকেট না পেলেও বিশ্বকাপে সাকিবের উইকেট সংখ্যা ছিল ২৮টি।

ব্যাটে হাতে দুর্দান্ত ছন্দে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শুধু রান করাই নয়, উইকেট শিকারেও শীর্ষে সাকিব। বিশ্বকাপে বাংলাদেশি বোলার হিসেবে ২৭ ম্যাচে এ রিপোর্ট লেখা অবধি, ২৯ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। উইকেট শিকারে তার ঠিক পড়ে আছেন আব্দুর রাজ্জাক, তার শিকার ১৫ ম্যাচে ২০ উইকেট। বিশ্বকাপের ইতিহাসে ৭১ উইকেট শিকার করে সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

** সাকিবের ৪৫তম ফিফটি, চলতি বিশ্বকাপে পঞ্চম ফিফটি প্লাস
** যে তালিকায় সাকিব ১৯তম

সারাবাংলা/এমআরপি

উইকেট ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল মাইলফলক সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর