Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আন্দ্রে রাসেল


২৪ জুন ২০১৯ ২০:২৩

বিশ্বকাপের চলতি আসরে দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন, আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ আর ভারতের ওপেনার শিখর ধাওয়ান ইনজুরির কারণে ছিটকে গেছেন। এবার ইনজুরির কারণে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

৩১ বছর বয়সী রাসেলের ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। রাসেলের জায়গায় দলে ঢুকছেন রিজার্ভ বেঞ্চে থাকা সুনীল অ্যামব্রিস। ২৬ বছর বয়সী অ্যামব্রিসকে ভারতের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে। ৬ ওয়ানডেতে ১০৫.৩৩ গড়ে ৩১৬ রান করেছেন। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে করেছিলেন সেঞ্চুরি।

বিজ্ঞাপন

বাম হাঁটুর চোটে বিশ্বকাপের শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন রাসেল। ঝুঁকি নিয়ে খেলেছিলেন ম্যাচ। চার ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট।

আগামী ২৭ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মাঠে নামবে উইন্ডিজ-ভারত। এ মুহূর্তে উইন্ডিজরা পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে। ছয় ম্যাচের চারটিতেই হেরেছে তারা, একটি ম্যাচে জিতলেও অপর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ক্যারিবীয়ানদের হাতে থাকা তিন ম্যাচের তিনটিতেই জিততে হবে আন্দ্রে রাসেলকে ছাড়া। তাতে যদি সেমি ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে পারে ক্রিস গেইল, কার্লোস ব্রাথওয়েটরা। তারপরও তাকিয়ে থাকতে হবে বাকিদের ম্যাচের দিকে।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

আন্দ্রে রাসেল ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টপ নিউজ বিশ্বকাপ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর