Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানদের বিপক্ষে টাইগারদের সুখকর অতীত


২৪ জুন ২০১৯ ১৩:১০ | আপডেট: ২৪ জুন ২০১৯ ১৩:২০

চলতি বিশ্বকাপের ৩১তম ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে আফগানিস্তান। কাগজে-কলমে, পরিসংখ্যানে কিংবা মাঠের লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। সেমি ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে লাল-সবুজের জার্সিধারীদের এই ম্যাচে জিততেই হবে। আফগানিস্তান টেবিলের তলানির দল হয়ে এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ৬ ম্যাচে ৫ পয়েন্ট বাংলাদেশের, এই ম্যাচে জিতলে আরও দুই পয়েন্ট বাড়বে টাইগারদের।

আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের পারফরম্যান্স দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুরু হয় টাইগারদের বিশ্বকাপ মিশন। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ উইকেটে হার, তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের পরাজয়। নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। নিজেদের পঞ্চম ম্যাচে জয়ে ফেরে টাইগাররা। উইন্ডিজদের ৭ উইকেটে হারায় বাংলাদেশ। আর সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে হারলেও পরাজয়ের আগে হাল ছাড়েনি টাইগাররা।

বিজ্ঞাপন

চলুন দেখে নেওয়া যাক আফগানদের বিপক্ষে টাইগারদের কিছু পারফরম্যান্স:
*** আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ৬ ম্যাচে ১৩ উইকেট তার দখলে।
*** আফগানদের বিপক্ষে বেস্ট বোলিং ফিগারটাও সাকিবের দখলে। বিশ্বসেরা এই অলরাউন্ডার আফগানদের বিপক্ষে ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর আবুধাবিতে ১০ ওভারে ৪২ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট।
*** আফগানিস্তানের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস তামিম ইকবালের। ২০১৬ সালের ১ অক্টোবর মিরপুরে তামিম খেলেছিলেন ১১৮ রানের ইনিংস।
*** মিরপুরের সেই ম্যাচে আফগানদের বিপক্ষে সর্বোচ্চ রানের ব্যবধানের জয়টিও এসেছিল টাইগারদের। সেদিন বাংলাদেশ জিতেছিল ১৪১ রানে।
*** আফগানদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৭৯/৮। মিরপুরে ২০১৬ সালের ১ অক্টোবর এই সংগ্রহ তোলে টাইগাররা।
*** আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ ম্যাচে করেছেন ২৪৩ রান।
*** দুই দলের দুই ইনিংসে সর্বোচ্চ রান ৫২৩। ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর মিরপুরে দুই দল এই রান তুলেছিল।
*** দুই দলের জয়-পরাজয়ে এগিয়ে টাইগাররা। শতকরা ৫৭.১৪ ভাগ ম্যাচ জিতেছে বাংলাদেশ। আর আফগানরা জিতেছে ৪২.৪৫ শতাংশ ম্যাচ।

বিজ্ঞাপন

সোমবার (২৪ জুন) বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

আফগানিস্তান ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর