Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় দিয়েই পরের পর্বে আর্জেন্টিনা


২৪ জুন ২০১৯ ০৯:৪৭

দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্জেন্টিনা এশিয়ান চ্যাম্পিয়নদের হারিয়েই পরের পর্বের টিকিট নিশ্চিত করেছে। কোনো সমীকরণের উপর নির্ভর করে নয়, ম্যাচ জিতে গ্রুপে দ্বিতীয় হয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। সার্জিও আগুয়েরো আর লটারো মার্টিনেজকে ফরোয়ার্ড পজিশনে রেখে মেসিকে নামিয়ে আনা হয় এট্যাকিং মিডফিল্ডার হিসেবে। আর এতেই যত বাধা পেরিয়েছে আলবেসিলেস্তেরা।

বিজ্ঞাপন

ম্যাচের ৪ মিনিটেই স্ট্রাইকার মার্টিনেজের গোলে লিড নেয় আর্জেন্টিনা। এরপর একের পর এক আক্রমণ করতে থাকে লিওনেল স্কালোনির শিষ্যরা। এক গোলের লিড নিয়ে আরও বেশি মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। গোল ক্ষুধা যেন পেয়ে বসে মেসিদের।

তাই তো আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় আকাশী নীলরা। ম্যাচের ৭৬ মিনিটে মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামানো হয় পাওলো দিবালাকে। আর ঠিক ছয় মিনিট পরে দিবালার দারুণ এক এসিস্টে গোল করেন সার্জিও আগুয়েরো।

আর্জেন্টিনা এগিয়ে ২-০ গোলের ব্যবধানে। দারুণ খেলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সার্জিও আগুয়েরো। পরের পর্বে আর্জেন্টিনার এখনো নির্ধারিত হয়নি।

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা-কাতার কোপা আমেরিকা ২০১৯ লিওনেল মেসি সার্জিও আগুয়েরো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর