মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন মিরাজ
২৩ জুন ২০১৯ ১৭:৫০ | আপডেট: ২৩ জুন ২০১৯ ১৮:৩৮
আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে সাউদাম্পটনে অনুশীলনে নেমেছিল টাইগাররা। হ্যাম্পশায়ার বোলে ম্যাচের আগে নিজের ব্যাটিংটা ঝালিয়ে নিতে নেটে অনুশীলন করছিলেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন মিরাজ। পরে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। টিম ম্যানেজমেন্ট থেকে মিরাজের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তবে, শঙ্কার কিছু নেই মিরাজকে নিয়ে।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি