আফগানদের বিপক্ষে ভারতের সংগ্রহ ২২৪
২২ জুন ২০১৯ ১৯:০৬ | আপডেট: ২২ জুন ২০১৯ ১৯:৩১
চলতি বিশ্বকাপের ২৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-আফগানিস্তান। সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে শনিবার (২২ জুন) মুখোমুখি হয় দুই দল। টস জিতে এই ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলপতি বিরাট কোহলি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ২২৪ রান।
শিরোপার অন্যতম দাবীদার ভারত, এশিয়ার আরেক দেশ আফগানিস্তান এখনও নিজেদের মেলে ধরতে পারেনি। টিম ইন্ডিয়া টেবিলের উপরের দিকে থাকলেও একেবারে তলানিতে আফগানরা। ভারত নিজেদের পঞ্চম আর আফগানিস্তান নিজেদের ষষ্ঠ ম্যাচে খেলতে নেমেছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।
ইনিংসের চতুর্থ ওভারে বিদায় নেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এই বিশ্বকাপে দুটি সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মাকে ফিরিয়ে দেন আফগান স্পিনার মুজীব উর রহমান। আগের তিন ম্যাচে কোনো ভারতীয় ব্যাটসম্যান স্পিন বলে আউট হননি। বোল্ড হওয়ার আগে রোহিত করেন মাত্র ১ রান। আরেক ওপেনার লোকেশ রাহুলকে বিদায় করেন মোহাম্মদ নবী। ব্যক্তিগত ৩০ রানে সাজঘরের পথ ধরেন রাহুল।
তিন নম্বরে নামা দলপতি বিরাট কোহলি রানের চাকা সচল রাখেন। ৬৩ বলে পাঁচটি বাউন্ডারিতে ৬৭ রান করে নবীর দ্বিতীয় শিকারে সাজঘরে ফেরেন কোহলি। বিজয় শঙ্করকে এলবির ফাঁদে ফেলেন আরেক আফগান স্পিনার রহমত শাহ। এরপর ৫৭ রানের জুটি গড়েন মহেন্দ্র সিং ধোনি আর কেদার যাদব। ইনিংসের ৪৫তম ওভারে রশিদ খানের ঘূর্ণিতে লাইন মিস করে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন ধোনি। তার আগে ৫২ বলে তিনটি বাউন্ডারিতে করেন ২৮ রান। ৯ বলে ৭ রান করে বিদায় নেন হারদিক পান্ডিয়া। শেষ ওভারের তৃতীয় বলে গুলবাদিন নাইব বোল্ড করেন ১ রান করা মোহাম্মদ শামিকে। পঞ্চম বলে ৫২ রান করা কেদার যাদবকে ফিরিয়ে দেন আফগান দলপতি।
আফগান স্পিনার মুজীব উর রহমান ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। রশিদ খান ১০ ওভারে ৩৮ রান দিয়ে পান একটি উইকেট। আফতাব আলম ৭ ওভারে ৫৪ রান দিয়ে একটি উইকেট পান। গুলবাদিন নাইব ৯ ওভারে ৫১ রান দিয়ে দুটি উইকেট পান। মোহাম্মদ নবী ৯ ওভারে ৩৩ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। রহমত শাহ ৫ ওভারে ২২ রান দিয়ে তুলে নেন একটি উইকেট।
বিশ্বকাপের ২৭তম ম্যাচ শেষে টেবিলের শীর্ষে ৬ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। হারলেও তিনেই রইল ইয়ন মরগানের ইংল্যান্ড। ইংলিশরা ৬ ম্যাচে তুলে নিয়েছে ৮ পয়েন্ট। চারে থাকা ভারত ৪ ম্যাচে পেয়েছে ৭ পয়েন্ট। শ্রীলঙ্কা ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে। ৬ ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া বাংলাদেশ নেমে গেছে ছয় নম্বরে। সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৫ ম্যাচে সংগ্রহ ৩ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আটে। পাকিস্তান ৫ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নয়ে আর ৫ ম্যাচের ৫টিতেই হারা আফগানিস্তান তলানিতে অবস্থান করছে।
আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টি আইনে ৩৪ রানে, তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে, চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে আর পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বিশাল ব্যবধানে হেরেছে।
এদিকে, ভারত নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারায়। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। নিজেদের চতুর্থ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮৯ রানে হারায় টিম ইন্ডিয়া।
ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, হারদিক পান্ডিয়া, কেদার যাদব, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যুভেন্দ্র চাহাল এবং জাসপ্রিত বুমরাহ।
আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলি, রশিদ খান, আফতাব আলম এবং মুজীব উর রহমান।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি