টস জিতে ব্যাট করছে ভারত
২২ জুন ২০১৯ ১৫:৩০ | আপডেট: ২২ জুন ২০১৯ ১৫:৩২
চলতি বিশ্বকাপের ২৮তম ম্যাচে মুখোমুখি ভারত-আফগানিস্তান। শিরোপার অন্যতম দাবীদার ভারত, এশিয়ার আরেক দেশ আফগানিস্তান এখনও নিজেদের মেলে ধরতে পারেনি। টিম ইন্ডিয়া টেবিলের উপরের দিকে থাকলেও একেবারে তলানিতে আফগানরা। ভারত নিজেদের পঞ্চম আর আফগানিস্তান নিজেদের ষষ্ঠ ম্যাচে খেলতে নেমেছে।
সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে শনিবার (২২ জুন) মুখোমুখি হয় দুই দল। টস জিতে এই ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলপতি বিরাট কোহলি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।
বিশ্বকাপের ২৭তম ম্যাচটি শেষে টেবিলের শীর্ষে ৬ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। হারলেও তিনেই রইল ইয়ন মরগানের ইংল্যান্ড। ইংলিশরা ৬ ম্যাচে তুলে নিয়েছে ৮ পয়েন্ট। চারে থাকা ভারত ৪ ম্যাচে পেয়েছে ৭ পয়েন্ট। শ্রীলঙ্কা ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে। ৬ ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া বাংলাদেশ নেমে গেছে ছয় নম্বরে। সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৫ ম্যাচে সংগ্রহ ৩ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আটে। পাকিস্তান ৫ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নয়ে আর ৫ ম্যাচের ৫টিতেই হারা আফগানিস্তান তলানিতে অবস্থান করছে।
আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টি আইনে ৩৪ রানে, তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে, চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে আর পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বিশাল ব্যবধানে হেরেছে।
এদিকে, ভারত নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারায়। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। নিজেদের চতুর্থ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮৯ রানে হারায় টিম ইন্ডিয়া।
ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, হারদিক পান্ডিয়া, কেদার যাদব, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যুভেন্দ্র চাহাল এবং জাসপ্রিত বুমরাহ।
আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলি, রশিদ খান, আফতাব আলম এবং মুজীব উর রহমান।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি