Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে হাসান আলি


২১ জুন ২০১৯ ২১:১১

পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে জয়ের পর টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে এক ভারতীয় সাংবাদিক টুইট করেছিলেন। আর সেই টুইটে পাকিস্তান পেসার হাসান আলি রিটুইট করে তোপের মুখে পড়েছেন। শেষ অবধি নেটিজেনদের সমালোচনায় টিকতে না পেরে সেই টুইট ডিলিট করে দিয়েছেন হাসান আলি। তাতেও থেমে নেই পাকিস্তানি এই পেসারের সমালোচনা।

ভারত-পাকিস্তান ম্যাচের পর ভারতীয় এক সাংবাদিক টুইটে লেখেন, ‘দারুণ জয় ও আমাদের উপভোগ করার মতো সুন্দর মুহূর্ত উপহার দেওয়ায় টিম ইন্ডিয়াকে অভিনন্দন। ভারতীয় হিসেবে আমরা গর্বিত। ভারতীয় দল এবার বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে নিয়ে এসো।’

বিজ্ঞাপন

সেখানে পাকিস্তানি পেসার হাসান আলি প্রত্যুত্তরে লেখেন, ‘আপনার আশা সম্পূর্ণ হোক, অভিনন্দন।’

এরপরই শুরু হয় হাসান আলিকে নিয়ে সমালোচনা। পরে সেই টুইট মুছে ফেললেও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সেই টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। দেশে-বিদেশে প্রবল সমালোচনার মধ্যেই ভারতীয় দলকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে রোষের মুখে পড়েন তিনি।

ভারতের বিপক্ষে এক বাজে রেকর্ডও গড়েছেন হাসান আলি। ওই ম্যাচে রোহিত শর্মার উইকেট তুলে নিলেও ৮৪ রান খরচ করেন তিনি। যা কোনো বিশ্বকাপের আসরে কোনো পাকিস্তানি বোলারের সর্বোচ্চ রান খরচের বাজে রেকর্ড।

এছাড়া, ভারত ম্যাচের আগে রেস্তোরাঁয় রাতের খাবারের পর আড্ডা জমিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। ম্যানচেস্টারের উইনস্লো রোডের শিশা ক্যাফেতে স্বস্ত্রীক শোয়েব মালিককে দেখা যায়। সেখানে আরও ছিলেন ওয়াহাব রিয়াজ, ইমাম-উল-হক সহ একাধিক পাকিস্তানি ক্রিকেটার। গোটা ঘটনা ধরা পড়ে এক পাকিস্তানি ভক্তের ক্যামেরায়।

বিজ্ঞাপন

শিশা ক্যাফের সেই ভিডিও ভাইরাল হওয়ার পরও সমালোচনা শুরু হয়ে যায়। ভারতের বিপক্ষে এরকম একটা হাইভোল্টেজ ম্যাচের আগে পাকিস্তানি ক্রিকেটাররা কীভাবে রেস্তোরায় গিয়ে রাত পর্যন্ত আড্ডা দিতে পারেন? এমন কথা বলেছেন ক্রিকেট বোদ্ধারা। পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে সমালোচনা এখনও থামেনি। সেই ঘটনার রেশ এখনও যায়নি।

ম্যানচেস্টারে বৃষ্টি বিঘ্নিত ভাতর-পাকিস্তান ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে পাকিস্তানকে ৮৯ রানে হারায় টিম ইন্ডিয়া।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ পাকিস্তান পেসার ভারত হাসান আলি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর