Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটা খারাপ দিন সবাই মনে রাখে: রশিদ খান


২১ জুন ২০১৯ ২০:১৬

ওয়ানডে ক্রিকেট র‌্যাংকিংয়ে তিন নম্বরে আর টি-টোয়েন্টিতে অনেক দিন থেকেই র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানে আফগান স্পিনার রশিদ খান। সময়ের সেরা এই স্পিনার ইংল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপের ম্যাচে বল হাতে লজ্জার রেকর্ড গড়েন। ৯ ওভার বল করে ১১০ রান দিয়ে বিশ্বকাপের ইতিহাসে কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার বাজে রেকর্ডে নাম লেখান তিনি। এর পর থেকেই শুরু হয়েছে বিশ্বসেরা এই স্পিনারের সমালোচনা।

বিজ্ঞাপন

রশিদ খানের আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার এবং নিউজিল্যান্ডের মার্টিন স্নেডেনের দখলে। ২০১৫ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ ওভার বল করে হোল্ডার দিয়েছিলেন ১০৪ রান। এছাড়া ১৯৮৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ১২ ওভার বল করে ১০৫ রান দিয়ে ২ উইকেট নেন স্নেডেন। তবে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এখনও মিক লুইসের দখলে। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচে ১০ ওভারে ১১৩ রান খরচ করেন এই অজি পেসার।

বিজ্ঞাপন

ইংলিশ ব্যাটসম্যানরা রশিদ খানের বলে ১১টি ছক্কা হাঁকিয়েছেন। সমালোচনা শুনতে শুনতে বিরক্ত রশিদ খান। এই লেগস্পিনার এক হাত নিলেন সমালোচকদের। জানিয়ে দিলেন, আমার ভালো দিনগুলোর চেয়ে একটা বাজে দিন নিয়ে পড়ে আছে সবাই।

রশিদ খান জানালেন, ‘আমি সেই ম্যাচ নিয়ে ভাবছি না। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে ভাবছি। মানুষ আসলে আগের ১০টি ভালো দিনের কথা ভুলে যায় আর একটি বাজে দিনের কথা নিয়মিত মনে রাখে। তারা মনে রাখতে চায় না এর আগের ১০টি দিন রশিদ খান কি করেছে। একদিনের খারাপ পারফরম্যান্সে মানুষ দশদিনের সাফল্য ভুলে যায়। মানুষ সুবিধামতো খারাপ দিনটাই মনে রাখে। আমি এর চেয়ে ভালো আমার ভুলগুলো নিয়ে ভাবব। এসব সমালোচনায় কান দিতে চাই না। আমাকে সবকিছু স্বাভাবিক রাখতে হবে।’

সমালোচনা উঠেছে বর্তমান দলপতি গুলবাদিন নাইবের সঙ্গে রশিদের সম্পর্কটা ভালো যাচ্ছে না। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আসগর আফগানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়ে আফগান ক্রিকেট বোর্ড গুলবাদিন নাইবকে দলপতি বানায়। তখন রশিদ খান, মোহাম্মদ নবীরা ক্রিকেট বোর্ডের বিপক্ষে কথা বলেছিলেন। এমনকি টুইটও করেছিলেন বোর্ডের বিরুদ্ধে।

গুলবাদিন নাইবের নির্দেশ থাকার পরও ইংল্যান্ডের বিপক্ষে রশিদ খান নিজের শেষ ওভারটি করতে চাননি বলেও গুঞ্জন রয়েছে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে রশিদ খান জানালেন, ‘আমার মনে হয় না গুলবাদিনের সঙ্গে আমার সম্পর্কে কোনো সমস্যা আছে। আমি তাকে সমর্থন দেই যেমনটা দিতাম আসগরকে, যখন সে অধিনায়ক ছিল। আসগরকে আমি যদি ৫০ শতাংশ সমর্থন করে থাকি, গুলবাদিনকে করি শতভাগ। তবে আমি গুলবাদিনের জন্য খেলি না, এমনকি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের জন্যও না। আমি পতাকার জন্য খেলি, আফগানিস্তানের জন্য খেলি। আমি জানি আমার কি করতে হবে এবং সেটা আমি করে যাব।’

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

আফগানিস্তান ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ রশিদ খান র‌্যাবিটহোল