ম্যাথিউসের ব্যাটে লঙ্কানদের সংগ্রহ ২৩২
২১ জুন ২০১৯ ১৮:৫৮ | আপডেট: ২১ জুন ২০১৯ ১৯:০০
চলতি বিশ্বকাপের ২৭তম ম্যাচে হেডিংলিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক ইংল্যান্ড। অ্যাঞ্জেলো ম্যাথিউসের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে লঙ্কানরা তুলেছে ২৩২ রান। ম্যাথিউস ৮৫ রানে অপরাজিত থাকেন।
প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের আশায় পঞ্চমবারের মতো বিশ্বকাপ আয়োজন করেছে ইংল্যান্ড। প্রথম পাঁচ ম্যাচে চার জয় আর একটি পরাজয়ে টেবিলের তিনে ইংলিশরা। অন্যদিকে সমান পাঁচ ম্যাচে দুই জয় আর দুই হারে টেবিলের ছয়ে অবস্থান শ্রীলঙ্কার। লিডসের হেডিংলি স্টেডিয়ামে শুক্রবার (২১ জুন) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়। ম্যাচটি গাজী টিভি সরাসরি সম্প্রচার করছে।
ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় মাত্র ৩ রানের মাথায় জোফরা আর্চারের বলে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক দিমুথ করুণারত্নে। আউট হওয়ার আগে করুণারত্নে করেন মাত্র ১ রান। পরের ওভারে ক্রিস ওকসের ২য় বলে বলে মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরা। পেরেরা করেন মাত্র ২ রান।
ব্যাটিং বিপর্যয়ের পর লঙ্কানদের হাল ধরেন আভিস্কা ফার্নান্দো। মাত্র ৩৯ বলে ৪১ রান করে যখন ফেরেন দলীয় স্কোরবোর্ডে তখন রান সংখ্যা ১২ ওভার ৫ বলে ৬২ রান। ইনিংসের ৩০তম ওভারে আদিল রশিদ পর পর দুই বলে ফিরিয়ে দেন ৪৬ রান করা কুশল মেন্ডিস এবং জীবন মেন্ডিসকে। দলীয় ১৩৫ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় লঙ্কানরা। এরপর রানের চাকা ঘুরিয়ে ব্যক্তিগত ২৯ রানে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভা। দ্রুতই বিদায় নেন থিসারা পেরেরা (২)।
ইসুরু উদানা (৬), লাসিথ মালিঙ্গারা (১) বিদায় নিলেও উইকেটের এক প্রান্ত ধরে রাখেন সাবেক দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১১৫ বলে পাঁচটি চার আর একটি ছক্কায় করেন অপরাজিত ৮৫ রান।
ইংলিশ স্পিনার আদিল রশিদ হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। ১০ ওভারে ৪৫ রান দিয়ে তিনি নেন দুটি উইকেট। মার্ক উড ৮ ওভারে ৪০ রান দিয়ে নেন তিনটি উইকেট। জোফরা আর্চার ১০ ওভারে ৫২ রান খরচায় পান তিনটি উইকেট। ক্রিস ওকস ৫ ওভারে ২২ রান দিয়ে পান একটি উইকেট।
বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ: ১০টি, ইংল্যান্ড জয়ী: ৬টি। শ্রীলঙ্কা জয়ী: ৪টি। মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ৭৪টি, ইংল্যান্ড জয়ী: ৩৬টি। শ্রীলঙ্কা জয়ী: ৩৫টি। ড্র: ১টি, পরিত্যক্ত: ২টি।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারেস্ট্রো, জেমস ভিঞ্চ, ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জস বাটলার, জোফরা আর্চার, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস এবং মার্ক উড।
বিশ্বকাপে শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: টাইগারদের বোলিং ঠিক কেমন হচ্ছে?
সারাবাংলা/এসএস/এমআরপি
ইংল্যান্ড ফিল্ডিং ইংল্যান্ড-শ্রীলঙ্কা ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ শ্রীলঙ্কা ব্যাটিং