টাইগারদের বোলিং ঠিক কেমন হচ্ছে?
২১ জুন ২০১৯ ১৩:২৫ | আপডেট: ২২ জুন ২০১৯ ২১:২২
ইংল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত টাইগারদের লড়াকু মনোভাব ঠিক যতটা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশ্বের, ঠিক ততটাই নিন্দনীয় হয়েছে টাইগারদের বোলিং। বিশ্বকাপের সেমি ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা খুব দরকার ছিল। আর সে লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে বোলিং করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে দাঁড় করায় ৩৮১ রানের বিশাল সংগ্রহ।
পড়ুন: একবারের জন্যও হাল ছাড়েনি বাংলাদেশ: মাইক হাসি
স্কোরবোর্ডে রানের পাহাড় দেখলেই বোঝা যায় বাংলাদেশের বোলাররা আসলে কেমন বোলিং করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের কোটার ১০ ওভার পূর্ণ করে বল করেছেন কেবল স্পিনার মেহেদী হাসান মিরাজ। ১০ ওভার বল করে দিয়েছেন ৫৯ রান। আসলে অজিদের বিপক্ষে বাকিদের বোলিংয়ের তুলনা করলে মিরাজের ৫৯ রান দেওয়াটা সামান্যই মনে হবে। মাশরাফি, সাকিব, মোস্তাফিজ, রুবেল কিংবা সৌম্য কেউই নিজেদের কোটার দশ ওভার পূর্ণ করেননি। আর তাদের ওভার প্রতি রানের খরচটাও একটু বেশিই দৃষ্টিকটু।
বাংলাদেশের দৃষ্টিকটু বোলিংটা কেবল অজিদের বিপক্ষেই তা কিন্তু নয়। বিশ্বকাপে নিজেদের খেলা পাঁচ ম্যাচের চারটি ম্যাচেই বাংলাদেশের বোলাররা ৩০০ এর অধিক রান দিয়েছে প্রতিপক্ষ দলকে। যা সেরা পাঁচে থাকা বাকি দলগুলোর থেকে অনেক বেশি। সেরা পাঁচের দলগুলোর মধ্যে বাংলাদেশ প্রতিপক্ষ দলকে সর্বোচ্চ সংখ্যক ৩০০ এর অধিক রান সংগ্রহ করেতে দিয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিপক্ষ দল ৩০০ এর অধিক রান সংগ্রহ করেছে কেবল দুইবার। ভারত করেছিল সর্বোচ্চ ৩৫২ আর বাংলাদেশ করেছিল ৩৩৩।
অন্যদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলতে নেমেছে কিউইরা। তবে এই চার ম্যাচের কিউইদের বিপক্ষে একটিতেও ৩০০ এর অধিক রান তো দূরের কথা ২৫০ রানও করতে পারেনি প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ বাংলাদেশের। প্রথম ইনিংসে আগে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ২৪৪ রান।
এদিকে ঘরের মাঠে ইংলিশরাও আছে দারুণ ফর্মে। এবারের বিশ্বকাপে একবার প্রতিপক্ষকে ৩০০ এর অধিক রান করার সুযোগ দিয়েছে ইংলিশরা। আর্চার-উডদের বিপক্ষে পাকিস্তান ৩৪৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল। আর ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৮০ রান করেছিল বাংলাদেশ। তালিকার চতুর্থ স্থানে থাকা ভারত খেলেছে তিনটি ম্যাচ। তিন ম্যাচের একটিতে ৩১২ রান দিয়েছে ভারতীয় বোলাররা আর দ্বিতীয় সর্বোচ্চ ২২৭ করতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা।
পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান টাইগারদের। টাইগারদের বিপক্ষে এখন পর্যন্ত বিশ্বকাপের পাঁচ ম্যাচে প্রতিপক্ষ ৩ বারই আগে ব্যাট করেছে। আর দন্তহীন বোলিংয়ের বিপক্ষে প্রতিবারই ৩০০ এর অধিক রান করেছে প্রতিপক্ষ। বাংলাদেশের বোলাররা ঠিক নিজেদের মেলে ধরতে পারছেন না। নামের প্রতি সুবিচার করতে পারছেন না কোনো বোলারই। প্রতি ম্যাচেই নিজেদের কোটার দশ ওভারে রান সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে ৭০ কিংবা ৮০’র ঘরের।
বিশ্বকাপের মতো মঞ্চে কেবল ব্যাটিং ভালো করেই ফলাফল নিজেদের করে নেওয়া সম্ভব নয়। তার জন্য প্রয়োজন ভালো বোলিংটাও। কিন্তু এখানেই বাকিদের থেকে অনেক পিছিয়ে পড়েছে টাইগার বোলাররা। এখন পর্যন্ত টাইগার বোলারদের বোলিং পারফরম্যান্সের পরিসংখ্যান:
বোলার | ওভার | রান | উইকেট | ইকোনমি রেট |
মাশরাফি বিন মোর্ত্তজা | ৩৭ | ২৪২ | ১ | ৬.৫৪ |
সাকিব আল হাসান | ৪৪ | ২৭২ | ৫ | ৬.১৮ |
মোস্তাফিজুর রহমান | ৪৪.১ | ৩১২ | ৮ | ৭.০৭ |
মোহাম্মদ সাইফউদ্দিন | ৩৪ | ২৪৮ | ৯ | ৭.২৯ |
মেহেদী হাসান মিরাজ | ৪৯ | ২৭৪ | ৫ | ৫.৫৯ |
মোসাদ্দেক হোসেন | ২২ | ১৩১ | ২ | ৫.৯৫ |
সৌম্য সরকার | ৮ | ৫৮ | ৩ | ৭.২৫ |
রুবেল হোসেন | ৯ | ৮৩ | ০ | ৯.২২ |
এই পারফরম্যান্স দেখলেই বোঝা যায় আসলে বাংলাদেশের বোলিং ঠিক কতটা বাজে হচ্ছে। বিশ্বকাপে ভালো করতে হলে এই বোলিং দিয়ে সম্ভব হবে না কখনোই। প্রতি ম্যাচে ব্যাটসম্যানরা ৩০০ এর অধিক রান তাড়া করে ম্যাচ জেতাবে না। কিছু ম্যাচে বোলারদেরও দায়িত্ব নিতে হবে। তবে এখানে বারবারই ব্যর্থ হচ্ছে টাইগার বোলাররা।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: ফিঞ্চকে ভয়ে ফেলে দিয়েছিল টাইগাররা
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার টাইগারদের বোলিং বাংলাদেশ বিশ্বকাপ স্পেশাল বোলিং