মাঠে দর্শক, থমকে গেল ট্রেন্ট ব্রিজ
২০ জুন ২০১৯ ২২:১৬ | আপডেট: ২০ জুন ২০১৯ ২২:৪৪
বিশ্বকাপে কত ঘটনাই তো ঘটে। কখনও মাঠে, কখনও বা মাঠের বাইরে। আজ তেমনই এক ঘটনার স্বাক্ষী হলো নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৮২ রানের পাহাড় সমান লক্ষ্যে তখন ব্যাটিংয়ে বাংলাদেশ। ইনিংসের ১৬তম ওভারের খেলা মাত্র শুরু হয়েছে।
প্রেসবক্স প্রান্তে বল হাতে প্রস্তুত নাথান কোল্টার নাইল। তাকে মোকাবেলা করতে ব্যাট হাতে প্রস্তুত তামিম ইকবাল। কোল্টার নাইল বল শুরু করতে গিয়েই থমকে গেলেন।
তাকিয়ে থাকলেন প্রেসবক্স প্রান্তের বাঁ দিকে। দুজন দর্শক মাঠে ঢুকে নাচতে নাচতে মাঠ দিয়ে দৌড়াচ্ছেন। আর তাদের ধরতে বাউন্ডারি লাইনের বাইরে থেকে ছুটছেন নিরাপত্তা কর্মীরা।
বিস্ময়ের চোখে ক্রিকেটাররা তা দেখতে লাগলেন। শুধু ক্রিকেটাররাই নন, গোটা ট্রেন্ট ব্রিজই এমন দৃশ্যে অবাক। তাতে থমকে যায় ম্যাচ, থমকে যায় পুরো স্টেডিয়াম।
দর্শক দুজন মাঠ পার হতেই আবার বল হাতে ছুটলেন কোল্টার নাইল। মিনিট খানেকের বিরতির পরে মাঠে গড়াল ম্যাচ।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি