Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের পয়েন্ট টেবিল ও পারফরম্যান্স


২০ জুন ২০১৯ ১১:৪৮ | আপডেট: ২০ জুন ২০১৯ ১৫:০৫

ইংল্যান্ড বিশ্বকাপের ২৩তম দিনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচের আগে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান পাঁচে আর অজিরা অবস্থান করছে তিনে।

দল ম্যাচ জয় পরাজয় ড্র পয়েন্ট নেট রানরেট
নিউজিল্যান্ড ১.৫৯১
ইংল্যান্ড ১.৮৬২
অস্ট্রেলিয়া ০.৮১২
ভারত ১.০২৯
বাংলাদেশ -০.২৭
শ্রীলঙ্কা -১.৭৭৮
উইন্ডিজ ০.২৭২
দক্ষিণ আফ্রিকা -০.১৯৩
পাকিস্তান -১.৯৩৩
আফগানিস্তান -২.০৮৯

এবারের বিশ্বকাপ ব্যাট হাতে ছড়ি ঘোরাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় সাকিব সবার শীর্ষে। ৪ ইনিংসে দুই অর্ধশতক এবং দুই শতকে ৩৮৪ রান সাকিবের নামের পাশে।

বিজ্ঞাপন
প্লেয়ার ম্যাচ ইনিংস মোট রান সর্বোচ্চ ব্যাটিং গড় স্ট্রাইকরেট ১০০/৫০ ৪/৬
সাকিব আল হাসান ৩৮৪ ১২৪* ১২৮ ১০৩.৭৮ ২/২ ৪৩/২
জো রুট ৩৬৭ ১০৭ ৯১.৭৫ ৯৭.৫৫ ২/২ ২৭/১
অ্যারণ ফিঞ্চ ৩৪৩ ১৫৩ ৬৮.৬০ ১১০.৬৪ ১/২ ৩০/১৪
রোহিত শর্মা ৩১৯ ১৪০ ১৫৯.৫ ৯৭.৫৫ ২/১ ৩০/৬
ডেভিড ওয়ার্নার ২৮১ ১০৭ ৭০.২৫ ৭৬.৯৮ ১/২ ২৬/১

বল হাতে এখন পর্যন্ত সব থেকে বেশি আলো ছড়িয়েছে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। তালিকার শীর্ষ পাঁচে আছেন দুই অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স। আর সেরা দশে আছেন বাংলাদশি পেসার মোহাম্মস সাইফউদ্দিন। চার ম্যাচে ৯ উইকেট নিয়ে অষ্টম স্থানে আছেন সাইফ।

বোলার ম্যাচ ওভার রান দিয়েছেন উইকেট ইকোনমি
মোহাম্মদ আমির ৩৬ ১৭০ ১৩ ৪.৭২
মিচেল স্টার্ক ৪৬ ২৪৯ ১২ ৫.৪১
জোফরা আর্চার ৪৪.৫ ২১৭ ১১ ৪.৮৪
লুকি ফার্গুসন ৩৫.৩ ১৫৮ ১১ ৪.৪৮
প্যাট কামিন্স ৪৬.১ ২০৭ ৪.৪৯
সাইফিউদ্দিন ৩৪ ২৪৮ ৭.২৯

এ ছাড়াও চার মায়চে ৭ উইকেট নিয়ে তালিকার ১৩তম স্থানে আছেন মোস্তাফিজুর রহমান। সাকিব এবং অধিনায়ক মাশরাফি উভয়ই পাঁচ উইকেট আছেন শীর্ষ ২০।

বিজ্ঞাপন

পড়ুন: অ্যান্ডারসনকে ছুঁতে সাকিব-ম্যাশের দরকার তিন উইকেট

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: কেমন হবে টাইগার একাদশ?

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ পয়েন্ট টেবিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া সর্বোচ্চ উইকেট সর্বোচ্চ রান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর