Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেমন হবে টাইগার একাদশ?


২০ জুন ২০১৯ ১০:৫১ | আপডেট: ২০ জুন ২০১৯ ১৬:২২

সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি জিততেই হবে। এমন পরিসংখ্যান নিয়ে বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় অজিদের মুখোমুখি টাইগাররা।

ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে এসেছে দুঃসংবাদ। বিশ্বকাপে টাইগারদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তার পরিবর্তে দলে আসতে পারেন রুবেল হোসেন।

বিজ্ঞাপন

                                      পড়ুন: আবার চোটে সাইফউদ্দিন

ম্যানেজার খালেদ মাহমুদ জানিয়েছেন, ‘সাইফের পিঠে ব্যথা আগেই ছিল। উইন্ডিজের বিপক্ষে সম্ভবত আবারও সেখানেই ব্যথা পেয়েছে।’

এছাড়া দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য জানিয়েছেন, ‘সাইফউদ্দিনের চোটটা হ্যামস্ট্রিংয়ে। তাঁরা আজ সকাল পর্যন্ত অপেক্ষা করবেন। যদি সাইফউদ্দিনের অবস্থার উন্নতি না হয়, তবে তাঁর জায়গায় একাদশে জায়গা পেতে পারেন রুবেল হোসেন।‘

উদ্বোধনী জুটিতে তামিম-সৌম্য পুরো বিশ্বকাপ জুড়েই একটু ভাল শুরু এনে দেওয়ার চেষ্টায় আছে। আর এই চেষ্টায় পুরোটা সফল না হলেও বেশ সফল এই দুই টাইগার ব্যাটসম্যান। তাদের কোনো রথ বদল হবে না বললেই চলে।

আর তিনে থাকবেন এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং বাংলাদেশ দলের সেরা পারফর্মার সাকিব আল হাসান। সাকিবের পরেই ব্যাট হাতে আসবেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। ব্যাট হাতে এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সাকিবের পরে তিনি সেরা পারফর্মার।

পাঁচ নম্বর পজিশনে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ মেলে লিটন দাসের। আর প্রথম ম্যাচেই বাজিমাৎ। আদতে তিনি বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান তবে দলের প্রয়োজনে খেলতে প্রস্তুত যেকোনো পজিশনেই। পাঁচ নম্বর পজিশনে টাইগার কোচ স্টিভ রোডসের প্রথম পছন্দ ছিল মোহাম্মদ মিঠুন। তবে প্রথম তিন সুযোগের একটিও কাজে লাগাতে ব্যর্থ। তাই তো মিঠুনকে হটিয়ে সুযোগ দেওয়া হলো লিটনকে।

বিজ্ঞাপন

উইন্ডিজের বিপক্ষে প্রথম সুযোগেই বাজিমাৎ করলেই এই টাইগার। মাত্র ৬৯ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস। আস্থা জিতে নিলেন অধিনায়ক, কোচ আর সমর্থকদেরও। অস্ট্রেলিয়ার সাথে বাঁচা মরার ম্যাচেও তাই পাঁচ নম্বরে দেখা যাবে লিটনকেই।

ছয় নম্বর পজিশনটা প্রদীপের তলার অন্ধকার হয়ে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের। টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় সব সময় সামনে থেকে সামাল দেন। এখনও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি রিয়াদ, তবে ভরসা থাকছে তার ওপরেই।

সাত নম্বরে প্রথম তিন ম্যাচে ব্যাট করার সুযোগ মিলেছে মোসাদ্দেক হোসেন সৈকতের। শেষের পাওয়ার প্লে’তে দ্রুত রান তুলতে পারেন আর সেই সাথে তার আছে কার্জকরী অফস্পিন। আর এতেই দলে জায়গা মিলেছে সৈকতের। তবে উইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন সৈকত। পুরোপুরি ফিট না হলে তার জায়গায় জায়গা মিলতে পারে সাব্বির রহমানের।

প্রথম তিন ম্যাচে আটে ব্যাট করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তবে সাইফউদ্দিন ছিটকে গেলে আটে ব্যাটিংয়ে আসবেন মেহেদী হাসান মিরাজ। এরপর আসবেন অধিনায়ক মাশরাফি, রুবেল আর মোস্তাফিজ।

তবে রুবেলের দলে সুযোগ পাওয়াটা নির্ভর করছে সাইফের সুস্থ হয়ে ওঠার ওপর। সাইফ সুস্থ হয়ে ফিরলে জায়গাটা তার দখলেই থাকবে। আর ফিরতে না পারলে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ মিলবে রুবেলের।

নটিংহ্যামের ট্রেন্টব্রিজে সাধারণত বাতাসের গড় গতি থাকে ১০ থেকে ১২ কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে বৃহস্পতিবার সে গতি বেড়ে দাঁড়াবে প্রায় ১৮ কিলোমিটারে। আর বাতাসের এই গতি বাড়তি সুবিধা এনে দিবে পেস বোলারদের। অতিরিক্ত সুইং পাবে গতি ওয়ালা বোলাররা। মিচেল স্টার্ক আর প্যাট কামিন্সরা তাই বেশি সুবিধা পাবে এই মাঠ থেকে।

এ ছাড়াও বুধবার (১৯ জুন) ঝিরিঝিরি বৃষ্টির দেখাও মিলেছে এখানে। তাই তো পিচ ঢাকা ছিল আর প্রথম এক ঘন্টা বোলাররা কিছুটা সুবিধা পাবে এই পিচ থেকে।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: অ্যান্ডারসনকে ছুঁতে সাকিব-ম্যাশের দরকার তিন উইকেট

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বাংলাদেশ একাদশ বাংলাদেহ-অস্ট্রেলিয়া সাইফউদ্দিন-রুবেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর