ইতিহাস গড়ার সুযোগটা কাজে লাগাতে চায় আবাহনী
১৯ জুন ২০১৯ ২২:৪৪
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আবাহনীর পর্তুগীজ কোচ ম্যারিও ল্যামোসকে পাওয়া গেল খোশ মেজাজে। আবাহনী ৫-০ গোলে মানাংকে হারিয়েছে, অন্য দিকে চেন্নাইয়ন এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মিনার্ভা পাঞ্জাব। আবাহনী এখন পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে। চেন্নাইয়ন আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
আবাহনী কোচের প্রতিক্রিয়া, ‘এতদিন আমি কিছু বলিনি। এখন বলব আমাদের দ্বিতীয় রাউন্ডের যাওয়ার সুযোগ হয়েছে। সুযোগটি আমাদের কাজে লাগাতে হবে।’
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে আবাহনীর এত বড় ব্যবধানে জয় নেই। কয়েক মৌসুম আবাহনীতে খেলছেন সানডে চিজোবা। এএফসি কাপে আবাহনীর সাম্প্রতিক ব্যর্থতা তিনি খুব কাছ থেকে দেখেছেন। এক গোল করেছেন, আরেকটি গোল করিয়ে ম্যাচ সেরা হয়েছেন। সানডের প্রতিক্রিয়া, ‘আমি ম্যাচ সেরা হলেও সবাই সবার সেরাটা দিয়েছে।’
মানাংয়ের কোচ সিরিং লোপসাং গুরুং ম্যাচ হারের জন্য অতি আর্দ্রতাকে দায়ী করেছেন, ‘আমি ডাগ আউটেই স্বাভাবিকভাবে দাঁড়াতে পারিনি। এত গরম ও আর্দ্রতা। এই আবহাওয়ায় আমার ফুটবলাররা ৩৫ শতাংশের বেশি খেলতে পারেনি।’
আবাহনীর ৫ গোলের পেছনে ৩ গোল নিজেদের ভুল বলে দাবী করেছেন মানাং কোচ। অন্য দিকে আবাহনীর কোচের দাবি, ‘আমরা প্রেসিং করায় তারা ভুল করেছে।’
আবাহনীর কোচ ও সানডের মতে অবশ্য ম্যাচের স্কোরলাইন হওয়া উচিত ছিল ৭-০। ল্যামোসের মতে, ‘আমরা কোনো গোল খাইনি এটা অত্যন্ত ইতিবাচক দিক।’
আবাহনীর জয়ে মানাং ও মিনার্ভার বিদায় হয়েছে। শেষ ম্যাচে আবাহনী মিনার্ভার বিপক্ষে ড্র করলে আর মানাংকে চেন্নাইয়ন হারালে চেন্নাইয়ন দ্বিতীয় রাউন্ডে যাবে। শেষ ম্যাচে নিজেদের সেরাটা দেয়ার অঙ্গীকার মানাং কোচের, ‘আমরা জিততে চাই। জেতার জন্যই খেলব। এজন্যই তো শুরুতেই আবাহনীকে অভিনন্দন জানিয়েছি।’
অভিনন্দনটা গোহাটি পর্যন্ত টেনে নিতে হবে আবাহনীকেই। কেননা ২৬ জুন গোহাটির মাটিতে মিনার্ভাকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি কাপের নক আউট পর্বে খেলার ইতিহাস গড়তে হবে আকাশী-হলুদদের।
সারাবাংলা/জেএইচ/এমআরপি