Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজি বধের টোটকা বাতলে দিলেন মাশরাফি


১৯ জুন ২০১৯ ২১:৩১ | আপডেট: ১৯ জুন ২০১৯ ২২:৫৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের জয়ের পর বিশ্বকাপ সেমি ফাইনালের পথ অনেকটাই মসৃণ করেছে লাল সবুজের দল। আগামীকাল ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সে পথ হয়ে উঠবে আরো মসৃণ। হাত বাড়িয়ে ডাকবে ২২ গজের বিশ্বযুদ্ধের শেষ চার। কিন্তু সেটা কীভাবে? এবারের আসরে যে দলটি ব্যাটে-বলে সবচেয়ে বেশি ভারসাম্যপূর্ণ তাদের হারানো সে তো সহজ কাজ নয়। তাছাড়া আন্তর্জাতিক ওয়ানডেতেও দুই দলের দ্বৈরথের পরিসংখ্যান কথা বলছে অজিদের পক্ষেই। ২০ ম্যাচের মাত্র ১টিতে জয় বাংলাদেশের। বাকি ১৮টিতেই হার। আর অপরটিতে কোনো ফলাফল হয়নি।

বিজ্ঞাপন

বুধবার (১৯ জুন) ট্রেন্ট ব্রিজের সংবাদ সম্মেলন কক্ষে অজি বধের সেই কৌশলই বাতলে দিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মোর্ত্তজা।

জনাকীর্ণ সংবাদ সম্মেলনের শুরুটা হলো বিদেশি সাংবাদিকদের প্রশ্নত্তোর পর্বে। এরপর এলো বাংলাদেশের পালা। সেখানে এক সংবাদ কর্মী জানতে চাইলেন কী করলে বাংলাদেশ এই ম্যাচে জিতবে।

মাশরাফি বললেন, ‘ভালো খেললে।’ এই দুই শব্দে প্রশ্নের সুরাহা দিতে চাইলেও পারেননি। একটু থেমে অবলীলায় বলে গেলেন, ‘যদি একটা বিভাগে ভালো করি, বাকি দুইটাতে না করি তাহলে তাদের বিপক্ষে জেতা সম্ভব না। অস্ট্রেলিয়া যদি ৭০ ভাগ খেলে আমাদের ১০০ ভাগ খেললে তখন সম্ভব হবে। অস্ট্রেলিয়ার সঙ্গে ১০ ভাগ ভালো খেলে ম্যাচ জেতা কঠিন। কমপক্ষে ব্যবধান থাকতে হবে ৩০ থেকে ৪০ ভাগ। আমাদের এতটাই ভালো খেলতে হবে তাদের বিপক্ষে।’

এর বাইরেও আরো একটি ফ্যাক্টর উল্লেখ করলেন টাইগার দলপতি। সেটা হলো শারিরীক গঠন। আবহাওয়া, জলবায়ু ও খাদ্যাভাসগত কারণে শারিরীক গঠনে বাংলাদেশের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। অর্থাৎ জন্মগতভাবেই তারা খেলোয়াড়সুলভ একটি শারিরীক আকৃতি পেয়ে থাকেন। মাশরাফিরা যেখানে অনেক পিছিয়ে। সঙ্গত কারণেই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সে জায়গায়ও ফোকাস রাখার ইঙ্গিত মিললো টাইগার দলপতির কণ্ঠে।

বিজ্ঞাপন

সাকিব আল হাসানের কথা জানিয়ে মাশরাফি বললেন, ‘সাকিব একটা কথা বলেছিল, জন্মগত খেলোয়াড়ের একটা ব্যাপার আছে যেটা অস্ট্রেলিয়ার সাথে আমাদের একাট ফারাক করে দেয়। ওই জায়গাগুলো শারিরীক ও মানসিকভাবে সচেতন থেকে যদি কাভার করা যায়…। কেননা এসব ছোটখাটো জিনিসি গুলো ম্যাচ জিতিয়ে দেয়। তিন বিভাগেই আমাদের এগিয়ে থাকতে হবে।’

বৃহস্পতিবার (২০ জুন) নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বিশ্বকাপ স্পেশাল মাশরাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর