অজিদের দুঃস্বপ্নে সাকিব
১৯ জুন ২০১৯ ১৮:৪৮ | আপডেট: ১৯ জুন ২০১৯ ১৮:৪৯
বিশ্বকাপে ফেভারিট হয়ে খেলতে নামলে বোধহয় চেহারা এমনই দেখায়। চনমনে, ফুরফুরে। যা আজ দেখা গেল অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির অবয়বে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এলেন চনমনে মনোভাবে। চলায়, বলায় সবকিছুতেই টইটুম্বুর আত্মবিশ্বাসের ছটা। মুখে হাসি লেগেই আছে।
অবশ্য এর পেছনে কারণটিও বেশ জোরালো। ২২ গজের বিশ্বযুদ্ধের লড়াইয়ে এই মুহূর্তে টেবিলের দুইয়ে তারা। ৫ ম্যাচের ৪টিতে জিতে সেমি ফাইনাল এখন তাদের জন্য সময়ের ব্যাপার মাত্র। হাতে আরো ৪টি ম্যাচ। যেখানে ২টি জিতলেই কাঙ্খিত গন্তব্যে।
সেই লক্ষ্যেই হয়তো আগামীকালের ম্যাচটিতে অস্ট্রেলিয়া মাঠে নামবে। কিন্তু সেখানে চোখ রাঙাচ্ছে প্রতিপক্ষ। সত্যিই তাই। টুর্নামেন্টে বাংলাদেশের দুর্বার ব্যাটিং, বোলিং নিয়ে রীতিমতো চিন্তিত ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উল্লেখ করার মতো হলো, দল নিয়ে তারা যতটুকু না চিন্তিত তার চাইতে বেশি চিন্তিত সুপার ম্যান সাকিব আল হাসানকে নিয়ে।
সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নের উত্তরে এক সাকিবের নামই অ্যালেক্স উচ্চারণ করেছেন দুইবার! মানে যদি বলা হয় বিশ্বকাপে দুরন্ত ব্যাটিংয়ে অজিদের দুঃস্বপ্নে বিচরণ করছেন এই টাইগার অলরাউন্ডার, নিশ্চয়ই ভুল হবে না। ক্যারির মুখেই শুনুন, ‘নিঃসন্দেহে বাংলাদেশ এই মুহূর্তে সাকিবের নেতৃত্বে ভালো ক্রিকেট খেলছে। অবশ্যই সাকিবকে নিয়ে আমাদের আলাদা সময় বের করতে হবে এবং তাদের টপ অর্ডার ব্যাটসম্যান ও বোলারদের নিয়েও।’
কেনই বা সাকিব দুঃস্বপ্নের কারণ হবেন না? বিশ্বকাপে বাংলাদেশ যে দুটি জয় পেয়েছে তার মহানায়ক তিনি। বিশ্বমঞ্চে তার মহাকাব্যিক ব্যাটিংই প্রোটিয়া (৭৫) ও ক্যারিবীয়দের (১২৪*) থলি থেকে জয় ছিনিয়ে এনেছে। বাকি দুই ম্যাচেও ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্লোজ ম্যাচে তার ৬৪ রানেই এক পর্যায়ে জয়ের স্বপ্ন দেখছিল স্টিভ রোডস শিষ্যরা। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে দলের হারের দিনে তো বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটিই (১২১) তুলে নিলেন। ৪ ম্যাচে ৩৮৪ রানের মালিক সাকিব আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে।
ফলে তাকে নিয়ে যে কোনো দলেরই বাড়তি পরিকল্পনা থাকার কথা। কিন্তু ক্যারি তা অস্বীকার করলেন। আবার কিছুক্ষণ পরেই সুর পাল্টে দিলেন, ‘বাড়তি কোনো পরিকল্পনা সাকিবকে নিয়ে নেই। অন্যান্য ম্যাচের জন্য যে পরিকল্পনা থাকে এই ম্যাচেও তাই। তবে আমার মনে হয় সাদা বলে এই মুহূর্তে সাকিব ক্যারিয়ার সেরা ফর্মে। অতএব আমরা বোলিংয়ের সময় কিছু কিছু এরিয়া ঠিক করব এবং তাকে দ্রুত ফিরিয়ে দিতে চেষ্টা করব।’
তবে শুধু সাকিবই নয়, ১৭ জুন টন্টনে উইন্ডিজদের বিপক্ষে ৬৯ বলে ৯৪ রানের অসাধারণ ইনিংস খেলা লিটন দাসও অজিদের ভাবনার বাড়তি কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যারির কথায় সেটা স্পষ্ট, ‘লিটন দাসও সেদিন অসাধারণ ইনিংস খেলেছে। সত্যি বলতে আমরা তাদের ব্যাটিং তালিকা ধরেই পরিকল্পনা করছি।’
বৃহস্পতিবার (২০ জুন) নটিংহ্যামের ট্রেন্টব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি
অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বাংলাদেশ বিশ্বকাপ স্পেশাল সাকিব