Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারের মাইলফলকে আমলার অনবদ্য কীর্তি


১৯ জুন ২০১৯ ১৭:৪৯ | আপডেট: ১৯ জুন ২০১৯ ২১:৩২

চলতি বিশ্বকাপের ২৫তম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। ব্যাটিংয়ে ওপেনিংয়ে নামেন প্রোটিয়া ডানহাতি ব্যাটসম্যান হাশিম আমলা। ব্যক্তিগত ২৪ রান করে আট হাজারি রানের ক্লাবের সদস্য হলেন আমলা।

২ হাজার থেকে ৭ হাজার ওয়ানডে রানের মাইলফলকে দ্রুততম তালিকায় প্রতিবারই হালের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলির থেকে উপরে হাশিম আমলা। একটা ইনিংস কম খেললে কোহলিকে টপকে দ্রুততম ৮ হাজারি ক্লাবের সদস্যও হতে পারতেন আমলা।

বিজ্ঞাপন

তবে, ৮ হাজারি ক্লাবে প্রবেশ করে আমলা টপকে গেলেন স্বদেশী এবি ডি ভিলিয়ার্স, ভারতের গ্রেট সৌরভ গাঙ্গুলীদের। দ্রুততম সময়ে ওয়ানডেতে আট হাজার রান করার তালিকায় ডি ভিলিয়ার্স নেমে গেলেন তিন নম্বরে। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে ডারবানে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। তাতে তার খেলতে হয়েছিল ১৮২ ইনিংস। সেখানে আমলা ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ১৭৬ ইনিংসে। ভারতের সাবেক দলপতি গাঙ্গুলীর লেগেছিল ১৮২ ইনিংস। আর কেউই ২০০ ইনিংস খেলার আগে ৮ হাজার রান করতে পারেননি।

৮ হাজারি ক্লাবের দ্রুততম সদস্য হয়ে শীর্ষে টিকে গেলেন ভারতের বর্তমান দলপতি বিরাট কোহলি। তিনি ১৭৫ ইনিংসে ব্যাট করে ওয়ানডেতে ৮ হাজার রান করেছিলেন। সেখানে আমলার একটি ইনিংস বেশি লাগলো। ২০১৭ সালে বার্মিংহামে বাংলাদেশের বিপক্ষে ৮ হাজার রানের মাইলফলকে নাম লেখান কোহলি।

*** দ্রুততম ১ হাজার ওয়ানডে রান করেছেন পাকিস্তানের ফখর জামান। তার লেগেছিল ১৮ ইনিংস। কোহলি এবং আমলার লেগেছিল ২৪ ইনিংস। এর পরের মাইলফলক গুলো শুধুই আমলার দখলে।

বিজ্ঞাপন

*** দ্রুততম ২ হাজার ওয়ানডে রান করেছেন হাশিম আমলা, তার লেগেছিল ৪০ ইনিংস। কোহলির ২ হাজার করতে লেগেছিল ৫৩ ইনিংস।

*** দ্রুততম ৩ হাজার ওয়ানডে রান করেছিলেন আমলা, লেগেছিল ৫৭ ইনিংস। কোহলির ৩ হাজার রান করতে লেগেছিল ৭৫ ইনিংস।

*** দ্রুততম ৪ হাজার ওয়ানডে রান করেছিলেন আমলা, তার লেগেছিল ৮১ ইনিংস। কোহলি ৪ হাজার রান করতে খেলেছিলেন ৯৩ ইনিংস।

*** দ্রুততম ৫ হাজার ওয়ানডে রানের মালিকও আমলা, তার লেগেছিল ১০১ ইনিংস। ওয়ানডেতে ৫ হাজার রান করতে কোহলির লেগেছিল ১১৪ ইনিংস।

*** দ্রুততম ৬ হাজার ওয়ানডে রান করেছিলেন আমলা, তার লেগেছিল ১২৩ ইনিংস। কোহলির ৬ হাজার রান স্পর্শ করতে লেগেছিল ১৩৬ ইনিংস।

*** দ্রুততম ৭ হাজার রানের নাম আমলার। প্রোটিয়া এই ওপেনারের লেগেছিল ১৫০ ইনিংস। সেখানে কোহলির লেগেছিল ১৬১ ইনিংস।

*** দ্রুততম ৮ হাজার রানের মাইলফলকে শীর্ষে থাকলেন কোহলি। এই জায়গায় আমলা কোহলিকে টপকে যেতে পারলেন না। কোহলির লেগেছিল ১৭৫ ইনিংস, আমলার লাগলো ১৭৬ ইনিংস।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিরাট কোহলি বিশ্বকাপ স্পেশাল মাইলফলক হাশিম আমলা

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর