সাকিবের পরামর্শে উজ্জ্বল লিটন
১৮ জুন ২০১৯ ০৩:০১ | আপডেট: ১৮ জুন ২০১৯ ০৩:২২
ব্যাট হাতে লিটন দাসকে সাধারণত টপ অর্ডারেই দেখা যায়। কখনো ওপেনিংয়ে। কখনও বা তিনে। এখানেই নিজেকে গড়ে নিয়েছেন। টপ অর্ডারের সঙ্গেই তার যত সখ্যতা। কিন্তু বিশ্বকাপে প্রিয় অর্ডারে তার জায়গা হলো না। টিম কম্বিনেশনের কারণে বিশ্বকাপের অভিষেক ম্যাচে নামতে হয় পাঁচে। আগের তিন ম্যাচে যেখানে মোহাম্মদ মিঠুনকে দেখা গেছে।
কিন্তু কী আশ্চর্য্য! পরিবর্তিত অর্ডারেওে দারুণ সপ্রতিভ ব্যাটিং করে গেলেন। ৬৯ বলে ৮ চার ও ৪ ছয়ে অপরাজিত ছিলেন ৯৪ রানে। দলকে জিতিয়ে তবেই ফিরেছেন। যেন এলেন, দেখলেন, জয় করলেন। অভিষেক বিশ্বকাপ, বদলে যাওয়া অর্ডার তবুও খাপ খোলা তলোয়াড়সম ব্যাট!
অথচ পেছনের গল্পটি ছিল সম্পূর্ণই অন্যরকম। যেহেতু ব্যাটিংয়ে নতুন জায়গা তাই নামার সময় ছিলেন ভীষণ নার্ভাস। যেখান থেকে তাকে বের করে এনেছেন উইকেটের অপরপ্রান্তে থাকা সুপার ম্যান সাকিব। পরার্মশ দিয়ে, অভয় দিয়ে সাহায্য করেছেন ক্যারিবীয় বোলিং লাইনআপ গুড়িয়ে দিতে। যা তাকে মারমার কাটকাট ব্যাটিংয়ে প্রলুব্ধ করেছে।
সোমবার (১৭ জুন) ক্যারিবীয় বধের পর আইসিসির মিক্সড জোনে এসে সেই গল্পই শোনালেন।
লিটন জানালেন, ‘ব্যাটিংয়ে যাওয়ার সময় নার্ভাস ছিলাম। মিডল অর্ডারে খেলার অভ্যাস খুব একটা নেই। যেহেতু টিম ম্যানেজমেন্ট আমাকে সুযোগ দিয়েছে। আমি মনে করি এটা সুযোগ। সাকিব ভাই আমাকে সাহায্য করেছেন। খেলার মাঝখানে অনেক কথা বার্তা বলেছে যেগুলো আমার নার্ভাসনেস কাটাতে ভূমিকা রেখেছে। ৩০ রান করার পর আমার মনে হয়ছে এই উইকেটে আমি রান করতে পারবো। এর আগে আমি ঠিক ছন্দে ছিলাম না। আমার কাছে মনে হয়ছে আমি সাবলীল হয়েছি ৩০ রানের পর থেকে।’
কী এমন বলেছিলেন সাকিব যে আনকোরা অর্ডারেও জ্বলে উঠলন? লিটনের উত্তর, ‘সাকিব ভাই বলেছিলেন উইকেটটা অনেক সহজ। কিছুক্ষণ খেললে সহজ-স্বাভাবিকভাবে খেলা যায়। অস্বস্তি কাটিয়ে স্বাভাবিক খেলা খেলো। এছাড়া উনার ব্যাটিংটা আমাকে অনেক সাহায্য করেছে। আমি স্বাভাবিক হতে পেরেছি। ঘরোয়া ক্রিকেটে অনেক রান করলেও আমি কখনোই ফিনিশ করতে পারিনি। এবার সেই চেষ্টা ছিল। ফিনিশ করতে পেরে ভালো লাগছে।’
তবে শুধুই যে সাকিব লিটনকে পরামর্শ দিয়েছেন তা নয়। লিটনও দিয়েছেন, ‘আমি বলেছিলাম সাকিব ভাই এমন সুযোগ বার বার আসবে না। আপনি অপরাজিত থাকলে আপনার গড়টা বাড়বে। সেই চেষ্টা করেন।’
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারবাংলা/এমআরএফ/এমআরপি