Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দশ ম্যাচের ৯টিতেই টস হেরেছেন ফিঞ্চ


১৫ জুন ২০১৯ ১৬:২৫

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে পাকিস্তানকে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছিল। ২৭ মার্চ পাকিস্তানের বিপক্ষে সবশেষ টস জিতেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সেই সিরিজের তৃতীয় ম্যাচে টস ভাগ্য ছিল ফিঞ্চের পাশে। এরপর থেকে আর কোনো অফিসিয়াল ম্যাচে অজি এই দলপতি টস ভাগ্যকে পাশে পাননি। তবে, ফিঞ্চের অধিনায়কত্বে দুর্দান্ত সময় পার করছে অজিরা।

লন্ডনের দ্য ওভালে চলতি বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টস করতে নামেন অজি দলপতি অ্যারন ফিঞ্চ আর লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

ফিঞ্চ সবশেষ যে ১০ ম্যাচে টস করতে নেমেছিলেন তার ৯টিতেই হেরেছেন। জিতেছিলেন কেবল পাকিস্তান সিরিজের তৃতীয় ম্যাচে। তার মানে দাঁড়ায়, টানা সাত ম্যাচে ফিঞ্চ টসে জেতেননি।

তবে, চলতি বিশ্বকাপের চার ম্যাচ সহ ফিঞ্চের দল সবশেষ ৯ ম্যাচের ৮টিতেই জিতেছে। হেরেছে কেবল ভারতের বিপক্ষে। টস ভাগ্য পাশে না পেলেও ম্যাচের দুর্দান্ত পারফর্ম করেই জিতেছে অজিরা।

পাকিস্তানকে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেন বিশ্বকাপের মূল আসরে নামে ফিঞ্চ বাহিনী। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারায় অজিরা। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারালেও নিজেদের তৃতীয় ম্যাচে ফিঞ্চের দলটি ভারতের কাছে হেরে যায় ৩৬ রানের ব্যবধানে। এরপর পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে আজ নেমেছে লঙ্কানদের বিপক্ষে।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টস বিশ্বকাপ স্পেশাল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর