Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিদেশীয় সিরিজের পুনরাবৃত্তি চাইছেন ওয়ালশ


১৪ জুন ২০১৯ ২২:৫৫

ত্রিদেশীয় সিরিজে অজেয় বাংলাদেশকে দেখে অনেকেই আকাশ ছোঁয়া প্রত্যাশা করেছিলেন। ‘এবার বোধহয় বিশ্বকাপের সেমি ফাইনাল আর দূরের বাতিঘর হয়ে উঠবে না।’ ইংল্যান্ডে ২২ গজের বিশ্বযুদ্ধের শুরুটাও মাশরাফিরা সেভাবেই করেছিলেন। প্রথম ম্যাচেই সব সময়ের শক্তিশালী প্রোটিয়া বধ, পরের ম্যাচে ২৪৪ রানের স্বল্প পুঁজি নিয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই। কিন্তু স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে গিয়ে ছন্দপতন।

বিজ্ঞাপন

ঘুরে দাঁড়াতে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ম্যাচটিকে লক্ষ্য করলেও ব্রিস্টলের বৃষ্টি তা ভেস্তে দেয়। এতে করে বিশ্বকাপের শেষ চার বাংলাদেশের জন্য হয়ে উঠেছে কঠিন। কেননা চার ম্যাচ শেষে মাশরাফিদের পয়েন্ট মাত্র ৩। হাতে ৫টি ম্যাচ। যার প্রতিটিই হয়ে উঠেছে ‘মাস্ট উইন’।

দলের এমন সমীকরণে অভয় বানী শোনালেন টাইগার পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। বাকি ম্যাচগুলোতে ত্রিদেশীয় সিরিজের দাপুটে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে যে কোনো কিছুই হতে পারে। সেমি ফাইনালিস্ট, ফাইনালিস্ট এমনকি চ্যাম্পিয়নের মুকুটও!

শুক্রবার (১৪ জুন) টন্টনে সাংবাদিকদের ওয়ালশ জানালেন, ‘ত্রিদেশীয় সিরিজে আমরা প্রতিটি বিভাগেই দারুণ ধারাবাহিক ছিলাম। এখানে এসে আবহাওয়া আমাদের বিঘ্ন ঘটিয়েছে। পরের কয়েকটি ম্যাচে যদি আমরা ত্রিদেশীয় সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারি ভালো কিছুই হবে!’

১৭ জুন সমারসেটের কাউন্টি গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি গড়ানোর আগে আলোচনায় এখানকার ছোট আয়তনের মাঠ। অনেকেই ভাবছেন ছোট মাঠে ক্রিস গেইল, এভিন লুইস, আন্দ্রে রাসেল ও শিমরন হেটমায়রদের মতো হার্ডহিটার ব্যাটম্যানদের সামনে স্পিনাররা ততটা ভূমিকা রাখতে পারবেন না, যতটা ওভালের দুই ম্যাচে পেরেছিলেন। ঠিক কার্ডিফে স্বাগতিক ইংলিশদের বিপক্ষে যে দৃশ্যের অবতারণা হয়েছিল।

বিজ্ঞাপন

ক্যারিবীয়ান কিংবদন্তি ওয়ালশও সেটা ভালো করেই জানেন। তাই গেইল, লুইস ও রাসেল দমনে পরিকল্পনা আগেভাগেই ঠিক করে রেখেছেন, ‘উইন্ডিজদের বিপক্ষে আমাদের কিছু পরিকল্পনা আছে। গেইল, রাসেলরা ভয়ঙ্কর প্লেয়ার। আমাদের ওদের দমিয়ে রাখার চেষ্টা করতে হবে, আবার একই সাথে আউট করার চেষ্টা করতে হবে। তাহলে ম্যাচের ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকবে।’

ওয়ালশ যোগ করেন, ‘আমরা দলের দিকে তাকাচ্ছি না, তাকাচ্ছি ম্যাচের দিকে। তাদের কিছু ক্রিকেটার বাংলাদেশে আসেনি সিরিজ খেলতে। ম্যাচটিতে দুই দলেরই জয় দরকার। ম্যাচের দিন ওদের চেয়ে ভালো খেলে জয় পেতে চাইব আমি। আমরা ধারাবাহিকভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো ক্রিকেট খেলে আসছি, এটাই আমাদের পক্ষে যাবে। আমরা যতক্ষণ পর্যন্ত ওদের হালকা ভাবে না নিচ্ছি, আমরা ভালো করবো। ছেলেদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে যেমনটা খেলে আসছে।’

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

কোর্টনি ওয়ালশ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বিশ্বকাপ স্পেশাল র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর