বিশ্বকাপ বাছাইপর্বের বিরতি শেষে মাঠে ফিরছে বিপিএল
১৪ জুন ২০১৯ ২০:২৭ | আপডেট: ১৪ জুন ২০১৯ ২০:৩২
ঢাকা: বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের প্রস্তুতির জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ‘আপদকালীন বিদায়’ বলতে হয়েছিল ২১ দিনের। বিরতিতে দারুণ সময় গিয়েছে দেশের ফুটবল সমর্থকদের। লাওস বাধা টপকে বিশ্বকাপ বাছাইপর্বের মূল মঞ্চে উঠে গেছে বাংলাদেশ। জামাল-রবিউলরা এখন জার্সি বদলে ক্লাবের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন আগামিকাল (শনিবার) থেকে।
১১ জুন পর্যন্ত লাল-সুবজদের মর্যাদার লড়াইয়ে ব্যস্ত ছিল ফুটবলাররা। ২১ দিনের বিরতি শেষে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বিপিএল।
ঢাকা আবাহনী-রহমতগঞ্জ ম্যাচ দিয়ে ১৬তম রাউন্ডের খেলা শুরু হবে শনিবার থেকে। একই দিনে সন্ধ্যায় শেখ জামালের বিপক্ষে মাঠে নামবে টিম বিজেএমসি।
সবশেষ ম্যাচে মুক্তিযোদ্ধাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে বিপিএলের বিরতিতে যাওয়া আবাহনীর জন্য ১৬তম রাউন্ডের চ্যালেঞ্জ রহমতগঞ্জ। যারা শেষ ম্যাচে শেখ জামালের কাছে ৪-০ ব্যধানে হেরেছিল।
এদিকে শেখ জামালের লড়াইটা হবে শীর্ষ চারে থাকার। বিরতির পর প্রথম তারা পাচ্ছে পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানির দল টিম বিজেএমসিকে। ১৫ ম্যাচে এখনও জয়ের দেখা পায়নি বিজেএমসি।
১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সবার উপরে বসুন্ধরা কিংস। ৭ পয়েন্ট কমে দুইয়ে ঢাকা আবাহনী। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে তিনে শেখ রাসেল। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চারে সাইফ স্পোর্টিং ক্লাব।
সারাবাংলা/জেএইচ