Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চড়া দামে কালো বাজারে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট


১৪ জুন ২০১৯ ১৯:৩৫

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই। আগামী ১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি। চলতি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে কী না তা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গেছে ৷ পুলওয়ামা জঙ্গি হামলার পর আদৌ ম্যাচটি হবে কী না তা নিয়েও নানা পক্ষ নানা মত দিয়েছে ৷ তবে এত কিছুর পরেও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা তো কমেইনি বরং বেড়েই চলে। সেটির প্রমাণ মিললো ওল্ড ট্রাফোর্ডের ম্যাচটির টিকিট বিক্রিতে।

বিজ্ঞাপন

বিক্রি হয়ে যাওয়া টিকিট আবারো বিক্রি হচ্ছে। আইসিসির উইন্ডো ওপেন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ওল্ড ট্রাফোর্ডের ২০ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামের গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে যায়। ছাড়ার সাথে সাথেই বিক্রি হয়ে গিয়েছিল হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট। যারা টিকিট কিনেছিলেন তারাই আবার টিকিট ছেড়ে দিচ্ছেন। চড়া দামে তারা কালো বাজারে বিক্রি করে দিচ্ছেন।

ভায়াগোগো নামের একটি ওয়েবসাইট এই টিকিট কিনে নিচ্ছে বলেও জানা যায়। তাদের কাছ থেকে আবার সেই টিকিটই চড়া দামে কিনে নিচ্ছেন অনেকেই।

ওয়েবসাইটটি চাহিদা বুঝে টিকিট বিক্রি করছে ২০ থেকে ৬২ হাজার ভারতীয় রুপিতে! ওয়েবসাইটটিতে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে টিকিটের সর্বোচ্চ দাম রাখা হচ্ছে ৬২ হাজার ৬১০ ভারতীয় রুপি, আর ব্রোঞ্জ ক্যাটাগরিতে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০ হাজার ১৭১ রুপি!

জানা যায় আরও একটি ওয়েবসাইট ৪৮০টি টিকিট বিক্রি করেছে। যেগুলো আগেই কেউ না কেউ কিনেছিল। গোল্ড, প্ল্যাটিনাম, সিলভার ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে এই টিকিট গুলো চড়া দামে বিক্রি করা হয়। ব্রোঞ্জ ও সিলভার ক্যাটাগরির টিকিটের দাম ছিল ২০ থেকে ২৭ হাজার রুপি। গোল্ড ও প্ল্যাটিনাম ক্যাটাগরির টিকিট কিনতে সমর্থকদের গুণতে হয়েছে ৪৭ থেকে ৬২ হাজার রুপি।

ক্রিকেটে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ মানেই যেন এক মহাদ্বৈরথ। সেটা বিশ্বকাপের মতো আসরে হলে আর কথায় নেই। কিন্তু বেরসিক বৃষ্টির ভয়ে অনেকেই টিকিট কিনে সেটি আবারো বিক্রি করে দিচ্ছেন। এদিকে, বিশ্বকাপের আগের ছয় দেখায় কোনোটিতেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

কালো বাজার ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টিকিট পাকিস্তান ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর