ফিফার র্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ
১৪ জুন ২০১৯ ১৫:৪২ | আপডেট: ১৪ জুন ২০১৯ ১৬:২৪
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার নতুন প্রকাশিত র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। লাওসের বিপক্ষে ম্যাচ জয়ের মাধ্যমে বিশ্বকাপের মূল বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আর সেই সাথে উন্নতি হয়েছে র্যাংকিংয়েরও।
লাওসের ঘরের মাঠে তাদের ১-০ তে হারায় টাইগাররা আর দেশের মাটিতে গোলশূণ্য ড্র করে পরের রাউন্ডে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। আর তারই উপহার স্বরূপ ফিফার সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
এর আগে ১৮৮তম স্থানে অবস্থান করছিল বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২২। এর আগে লাল সবুজদের পয়েন্ট ছিল ৯০৯। লাওসের বিপক্ষে ম্যাচের পরেই পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ১৩।
আরও পড়ুন: ইপিএল অভিজ্ঞরা এখন বাফুফে একাডেমির কোচের দায়িত্বে
সারাবাংলা/এসএস