নয়নাভিরাম টন্টনে মাশরাফির ‘ভয়’
১৪ জুন ২০১৯ ০৫:১৬ | আপডেট: ১৪ জুন ২০১৯ ১৬:৫৫
টন্টনে তখন ঝিরিঝিরি বৃষ্টি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা শেষ করে টাইগার স্পিন কোচ সুনিল যোশি মাত্রই টিম হোটেলে ঢুকেছেন। সংবাদ মাধ্যম কর্মীরা দিনের কাজ শেষে স্ব স্ব আবাসে ফিরতে ব্যস্ত। বৃষ্টিতে ভিজে কেউ ট্যাক্সি ডাকছেন, কেউ বা কাঙ্খিত ট্যাক্সি পেয়ে দ্রুত পায়ে উঠছেন। ঠিক তখন হোটেলের ভেতর থেকে বেরিয়ে এলেন মাশরাফি।
অধিনায়ককে কাছে পেয়ে উপস্থিত সাংবাদিকরা সবাই ঘিরে ধরলেন। মাশরাফিও কম যান না। আড্ডাবৎসল মানুষটি সবাইকে নিয়ে হোটেলের কেবলই বাইরে কর্ণারে আড্ডা জুরে দিলেন। সেখানে তার আলোচনার প্রথম বিষয়বস্তু ছিল ছিল নয়নাভিরাম টন্টনের মুগ্ধতা। ‘টন্টন শহর হলেও গ্রামের মত। দারুণ জায়গা। খুবই ভাল লেগেছে।’
বাস্তবেও কিন্তু তাই। ছোট হলেও ভাল লাগার মতোই একটি শহর টন্টন। তবে শহর না বলে একে যদি কেউ আধুনিক গ্রাম বলেন ভুল হবে না। যে গ্রামে সব ধরণের সুযোগ সুবিধা বিদ্যমান।
যা হোক, খানিকবাদেই ইংল্যান্ডের আবহাওয়ার মত টাইগার দলপতির চেহারাও বদলে গেল। কিছুটা মলিন মুখে আনমনা হয়ে বললেন, ‘ভারতের সাথে আজকে নিউজিল্যান্ড নির্ঘাত হারত। বৃষ্টি আমাদের আরেকটা ক্ষতি করে দিল।’ বলে রাখা ভাল ওই মুহুর্তেই পাশের শহর নটিংহ্যামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার ঘোষণা এসেছে।
মাশরাফির এই কথার মধ্যে একটি বড় ভয় লুকায়িত। কেননা ভারতের সঙ্গে আজ খেলাটি হলে হয়ত নিউজিল্যান্ড হেরে যেত এবং পয়েন্ট হারাত। যা তাদের শেষ চারের পথ কঠিন করে তুলত এবং মাশরাফিদের সম্ভাবনা কিছুইটা হলেও উজ্জ্বলতর হত। কিন্তু তাতো হয়ইনি বরং দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় সবুজের সেমির সম্ভাবনার পাল্লা হালকা হয়ে হয়ে গেল।
২২ গজের এবারের বিশ্বযুদ্ধের সেমি ফাইনালের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলো থেকে বেশ পিছিয়ে স্টিভ রোডস শিষ্যরা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত যে গতিতে তাদের জয় রথ ছুটিয়ে চলেছে তাতে প্রথম তিন দল হিসেবে তারা যাচ্ছে সেটা অনেকটাই নিশ্চিত। তাহলে চতুর্থ দল কে? সেটা বাংলাদেশও হতে পারত। কিন্তু তাদের সেই প্রত্যাশায় যেন ইংল্যান্ডের বৃষ্টি যেন ক্রমাগত পানি ঢেলেই যাচ্ছে।’
ইংল্যান্ডে গ্রীষ্মকালে বৃষ্টি হবে এটাই স্ববতসিদ্ধ। কিন্তু এবারের বৃষ্টির পরিমান অকল্পনীয়। জুন-জুলাইয়ে এখানে ক্রিকেটের জন্য মোক্ষম মৌসুম সময় ধরে নিয়ে বিশ্বকাপের সূচী চূড়ান্ত করেছে আইসিসি। তবে এক বছর আগে সূচী চূড়ান্ত করে এখন প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।
ইতোমধ্যে ১৮টি ম্যাচের মধ্যে ৪টিই ভাসিয়ে নিয়ে গেছে বৃষ্টি। এর মধ্যে তিনটিতে একটি বলও গড়ায়নি! বৃহস্পতিবার (১৩ জুন) নটিংহামে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচেও নায়ক বৃষ্টি। তাতে দারুণ তোপের মুখে পড়েছে আইসিসি। ম্যাচ বাতিল ঘোষণার পরপরই ভারতের বেশ কয়েকটি মিডিয়া আইসিসির মুন্ডুপাত করেছে।
বিশ্বকাপের ইতিহাসে এটাই সর্বোচ্চ ম্যাচ বাতিলের সংখ্যা। কোনও বার দু’টির বেশি ম্যাচ বাতিল হয়নি। পাকিস্তান-শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা-বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাতিল হয়ে গিয়েছে।
তবে টনটনের আবহাওয়ার পূর্বাভাস বাংলাদেশ দলকে দিচ্ছে সুখবর। প্রবল বৃষ্টিতে গেল ৮ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটির আগের দিন টাইগাররা অনুশীলনের সুযোগ না পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭ জুন গুরুত্বপূর্ন ম্যাচের আগে এই একটি দিনই মূল মাঠে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। তার আগের দুই দিন অবশ্য আকাশকে মেঘে ঢেকে ফেলবে। বেরসিক বৃষ্টি ওই দু’টি দিনকে করবে আক্রান্ত। আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সুখবর। আগামী ১৭ জুন বৃষ্টিহীন থাকবে টনটন, হাসবে সূর্য।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/টিএস