Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমর্থককে ম্যাচ সেরার পুরস্কার দিয়ে প্রশংসিত ওয়ার্নার


১৩ জুন ২০১৯ ১২:৪৯ | আপডেট: ১৩ জুন ২০১৯ ১৪:৪৮

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকায় সেই কেলেঙ্কারির পরে বিশ্বকাপেই প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চড়ালেন। এর ভেতরে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে খেলেছেন যদিও। তবে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি নিজের স্বভাবসুলভ খেলা। তাই তো সমালোচনার শিকারও হয়েছেন ধীরগতির ব্যাটিংয়ের জন্য।

তবে ওয়ার্নার যে ফুরিয়ে যায়নি তা প্রমাণ করতে মরিয়া ছিলেন নিজেই। আর তা করেও দেখালেন পাকিস্তানের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে উদ্বোধনী জুটিতে অধিনায়ক ফিঞ্চের সাথে। পাকিস্তানের বিপক্ষে দেখা পেলেন অনেক আরাধ্য সেঞ্চুরির।

বিজ্ঞাপন

আর দলও তার ইনিংসের উপর ভর করে ৪১ রানের বড় জয় তুলে নিয়েছে। পয়েন্ট টেবিলেও উঠে এসেছে দ্বিতীয় স্থানে। তবে ওয়ার্নার তার সেঞ্চুরির থেকে বেশি প্রশংসিত হয়েছেন ম্যাচ পরবর্তী তার কর্মে।

পাকিস্তানের বিপক্ষে জয়ের পরে ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করেন ওয়ার্নার। আর পুরস্কার গ্রহণের পরেই অজি সমর্থকদের সাথে ঠিক গ্যালারির কাছে গিয়ে কথা বলেন ওয়ার্নার। আর তখনই সমর্থকরা ছবি তুলতে থাকেন তার সাথে।

বিশ্বকাপে দারুণ সুচনা করেছেন ওয়ার্নার। এবারের বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক যে তিনিই। কেবল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের থেকে মাত্র পাঁচ রান পিছিয়ে ২৫৫ রান ওয়ার্নারের। আর এই রান করতে চার ম্যাচে এই অজি ব্যাটসম্যানের ব্যাটিং গড় দাঁড়িয়েছে ৮৫।

দর্শকদের সাথে ছবি তোলার সময় এক ক্ষুদে ভক্ত আসে ওয়ার্নারের কাছে। আর তখনই ওয়ার্নার ঘটালেন বিরল এই ঘটনা। সেই ক্ষুদে সমর্থককে নিজের প্রাপ্ত ম্যাচ সেরার পুরস্কারটি হাতে তুলে দিলেন।

বিজ্ঞাপন

এই সমর্থকরাই কিছুদিন আগে ওয়ার্নারকে দুয়ো দিয়েছিলেন আর আজ তারাই তাকে প্রশংসায় ভাসাচ্ছে। এই বিষয় নিয়ে ওয়ার্নার বলেন, ‘আসলে আমরা যখন মাঠে খেলতে নামি তখন আমাদের কানে এগুলো পৌছায় না। আর আমি এগুলো আমার সম্পূর্ণ ক্যারিয়ার জুড়েই শুনে আসছি। আমার কাছে এগুলো সাধারণ ঘটনা।’

ওয়ার্নারের কাছ থেকে প্রাপ্ত ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়া ক্ষুদে ক্রিকেট ভক্তকে প্রশ্ন করেন উপস্থাপক জয়নাব আব্বাস। সেই ভক্ত বলেন, ‘আমার খুব ভাল লাগছে ওয়ার্নারের কাছ থেকে এই পুরস্কারটি পেয়ে। আমরা এমনিই পতাকা উড়াচ্ছিলাম আর তখনই ও এসে আমাদের পুরস্কারটি দিয়ে যায়। আমি ওকে সত্যিই অনেক পছন্দ করি।’

ওয়ার্নারের এই কাজ বেশ প্রশংসা কুড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমর্থক থেকে শুরু করে বিভিন্ন তারকারাও প্রশংসায় ভাসিয়েছেন এই অজি ক্রিকেটারকে।

১৫ জুন লন্ডনের দ্য ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: বিশ্বকাপের ১৫তম দিনে পয়েন্ট টেবিল

পণ্ড হতে পারে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়া-পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ডেভিড ওয়ার্নার ম্যাচ সেরা পুরস্কার সমর্থক

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর