Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের ১৫তম দিনে পয়েন্ট টেবিল


১৩ জুন ২০১৯ ১১:৪৫

ইংল্যান্ড বিশ্বকাপের ১৫তম দিনে ১৮তম ম্যাচে মুখোমুখি এখন পর্যন্ত শতভাগ জয় পাওয়া দুই দল ভারত এবং নিউজিল্যান্ড। ৩ ম্যাচের তিনটিতেই জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। আর এক ম্যাচ কম দুই ম্যাচে দুই জয় নিয়ে ভারতের অবস্থান টেবিলের চার নম্বরে।

বৃষ্টির কারণে বিশ্বকাপে এখন পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তিনটি ম্যাচ। পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা বনাম উইন্ডিজ এবং সর্বশেষ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিনটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।  আর দলগুলোর মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পয়েন্ট টেবিলের প্রথমে অবস্থান সবগুলো ম্যাচ জয়ী নিউজিল্যান্ড আর তলানিতে আছে সবগুলো ম্যাচেই পরাজিত হওয়া আফগানিস্তান।

দল ম্যাচ জয় পরাজয় ড্র পয়েন্ট নেট রানরেট
নিউজিল্যান্ড ২.১৬৩
অস্ট্রেলিয়া ০.৫৭
ইংল্যান্ড ১.৩০৭
ভারতে ০.৫৩৯
শ্রীলঙ্কা -১.৫১৭
উইন্ডিজ ২.০৫৪
বাংলাদেশ -০.৭১৪
পাকিস্তান -১.৭৯৬
দক্ষিণ আফ্রিকা -০.৯৫২
আফগানিস্তান -১.৪৯৩

 

১৩ জুন বৃহস্পতিবার ভারত এবং নিউজিল্যান্ড ম্যাচের পূর্ব পর্যন্ত ফলাফলের ভিত্তিতে এই পয়েন্ট টেবিল।

আরও পড়ুন: পণ্ড হতে পারে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ নিউজিল্যান্ড-ভারত পয়েন্ট টেবিল বিশ্বকাপে অবস্থান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর