Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে ৩০৮ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া


১২ জুন ২০১৯ ১৯:১১ | আপডেট: ১২ জুন ২০১৯ ২২:০৭

চলতি বিশ্বকাপের ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছে ৩০৭ রান। ওয়ানডে ক্যারিয়ারে ১৭তম আর পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। আর ৫ উইকেট তুলে নেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে নেমে ২২.১ ওভারে ওপেনিং জুটিতে ওয়ার্নার এবং দলপতি অ্যারন ফিঞ্চ তুলে নেন ১৪৬ রান। ব্যক্তিগত ৮২ রানে ফেরেন ফিঞ্চ। তার ৮৪ বলে সাজানো ইনিংসে ছিল ৬টি চার আর ৪টি ছক্কার মার। অজিরা দ্বিতীয় উইকেট হারায় দলীয় ১৮৯ রানের মাথায়। ইনফর্ম ব্যাটসম্যান স্টিভ স্মিথ বিদায় নেন ১০ রান করে। এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে এগুতে থাকেন ওয়ার্নার। ১০ বলে ২০ রান করে বিদায় নেন ম্যাক্সওয়েল।

ইনিংসের ৩৬তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি স্পর্শ করেন ওয়ার্নার। তার আগে ৫১ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শাহিন শাহ আফ্রিদির বলে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। ৯৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এটিই তার প্রথম সেঞ্চুরি। দলীয় ২৪২ রানের মাথায় ওয়ার্নার বিদায় নেওয়ার আগে ১১১ বলে ১১টি চার আর একটি ছক্কায় করেন ১০৭ রান।

শন মার্শ ২৬ বলে করেন ২৩ রান। উসমান খাজা ১৬ বলে করেন ১৮ রান। কোল্টার নাইলের ব্যাট থেকে আসে ২ রান। অ্যালেক্স ক্যারি ২১ বলে করেন ২০ রান।

পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির ১০ ওভারে ৩০ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট। দুটি উইকেট পান শাহিন শাহ আফ্রিদি। একটি করে উইকেট পান হাসান আলি, ওয়াহাব রিয়াজ এবং মোহাম্মদ হাফিজ।

নিজেদের চতুর্থ ম্যাচে দ্বিতীয় খুঁজতে মাঠে নেমেছে পাকিস্তান। আর ভারতের বিপক্ষে হারের স্মৃতি ভুলে জয়ের ধারায় ফিরতে মরিয়া অজিরা। বিশ্বকাপের মঞ্চে সব থেকে সফল দল অস্ট্রেলিয়া আর সেই সাথে বর্তমান চ্যাম্পিয়নও তারা। আর ইমরান খানের হাত ধরে ১৯৯২ সালে প্রথম এবং শেষবারের মতো বিশ্বকাপের সোনালি শিরোপা স্পর্শ করে পাকিস্তান। ইংল্যান্ডে আবারও শিরোপা পুনঃরুদ্ধারের লক্ষ্যে লড়াই করছে পাকিস্তান।

বিজ্ঞাপন

দু’দলের শেষ পাঁচ দেখার প্রত্যেকটি ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে ধবলধোলাইয়ের শিকার হয়েছিল পাকিস্তান। আইসিসি সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়েও বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে আছে ৫ম স্থানে। অন্যদিকে ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে পাকিস্তান।

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে শোচনীয় হার পাকিস্তানের, আর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ইংলিশদের বিপক্ষে জয়। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অনাঙ্কাঙ্খিত বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি। অন্যদিকে অস্ট্রেলিয়া শুরু করে আফগানদের হারিয়ে। এরপর উইন্ডিজকে হারিয়ে দ্বিতীয় জয়। আর ভারতের বিপক্ষে হেরে জয়ের ধারা থামে অজিদের। এ ম্যাচ দিয়ে তাই ঘুরে দাঁড়াতে চায় অজিরা।

বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ: ৯টি, অস্ট্রেলিয়া জয়ী: ৫টি। পাকিস্তান জয়ী: ৪টি। মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ১০৩টি। অস্ট্রেলিয়া জয়ী: ৬৭টি। পাকিস্তান জয়ী: ৩২টি। ড্র: ০টি ম্যাচ পরিত্যক্ত: ৩টি।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক আর ডেভিড ওয়ার্নার।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ আর আসিফ আলী।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ গাজী টিভি পাকিস্তান র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর