বিশ্বকাপে সব থেকে বয়স্ক আর কনিষ্ঠ
১২ জুন ২০১৯ ১২:১১ | আপডেট: ১২ জুন ২০১৯ ১৩:০০
ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর বসেছে ইংল্যান্ডে। মে মাসের ৩০ তারিখ থেকে পর্দা উঠেছে এবারের আসরের। এরই মধ্যে সবগুলো দল খেলে ফেলেছে বেশ কয়েকটি ম্যাচ। এবারের বিশ্বকাপ হতে পারে বেশ কয়েকজন ক্রিকেটারের শেষ বিশ্বকাপ। আর কিছু ক্রিকেটারের ক্যারিয়ারের শুরু।
এবারের বিশ্বকাপের সব থেকে বয়স্ক ক্রিকেটারদের তালিকা:
- ১. ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ৪০ বছর ২২ দিন
২. ক্রিস গেইল (উইন্ডিজ) ৩৯ বছর ২১৫ দিন
৩. মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) ৩৮ বছর ১৮৩ দিন
৪. মাহেন্দ্র সিং ধোনি (ভারত) ৩৭ বছর ৩৪০ দিন
৫. জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা) ৩৬ বছর ৯৩ দিন
৬. মাশরাফি বিন মোর্ত্তজা (বাংলাদেশ) ৩৫ বছর ২৫০ দিন
৭. শন মার্শ (অস্ট্রেলিয়া) ৩৫ বছর ২৪০ দিন
৮. রস টেইলর (নিউজিল্যান্ড) ৩৫ বছর ২৬ দিন
৯. মোহাম্মদ নবী (আফগানিস্তান) ৩৪ বছর ১১১ দিন
১০. লিয়াম প্ল্যাঙ্কিট (ইংল্যান্ড) ৩৪ বছর ১১ দিন
বিশ্বকাপে সব থেকে তরুণ ক্রিকেটারদের তালিকা:
- ১. মুজিব উর রহমান (আফগানিস্তান) ১৮ বছর ২৫ দিন
২. শাহিন আফ্রিদি (পাকিস্তান) ১৯ বছর ১২ দিন
৩. আভিস্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা) ২১ বছর ১৩ দিন
৪. মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ) ২১ বছর ১৭৩ দিন
৫. ওশান থমাস (উইন্ডিজ) ২২ বছর ৬৫ দিন
৬. ঝাঁই রিচার্ডসন (অস্ট্রেলিয়া) ২২ বছর ২০৭ দিন
৭. লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা) ২৩ বছর ২০ দিন
৮. জোফরা আর্চার (ইংল্যান্ড) ২৪ বছর ১৬ দিন
৯. কুলদিপ যাদব (ভারত) ২৪ বছর ১২২ দিন
১০. ঈশ সোধি (নিউজিল্যান্ড) ২৬ বছর ১৫৪ দিন
বাংলাদেশ দলের সব থেকে বয়স্ক ক্রিকেটারের তকমা মাশরাফি বিন মোর্ত্তজার গায়ে। আর সব থেকে তরুণ মেহেদী হাসান মিরাজের। মাশরাফির বয়স ৩৫ বছর ২৫০ দিন আর মিরাজের বয়স ২১ বছর ১৭৩ দিন। এবারের বিশ্বকাপে মাশরাফি ষষ্ঠ সর্বোচ্চ বয়স্ক ক্রিকেটার আর মিরাজ চতুর্থ তরুণ ক্রিকেটার।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: বিশ্বকাপে বৃষ্টির রেকর্ড
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ তরুণ ক্রিকেটার বয়স্ক ক্রিকেটার বিশ্বকাপ স্পেশাল মাশরাফি বিন মোর্ত্তজা