বিশ্বকাপ বাছাইপর্বের মূল মঞ্চে কাদের পাচ্ছে বাংলাদেশ?
১২ জুন ২০১৯ ০১:০৩ | আপডেট: ১২ জুন ২০১৯ ১৯:০১
ঢাকা: লাওসকে হারিয়ে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের মূল মঞ্চে পা রেখেছে বাংলাদেশ। সঙ্গে এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে জামাল-রবিউলরা। বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ৪০ দলের একটি হলো বাংলাদেশ।
এখন কথা হলো বিশ্বকাপ বাছাইপর্বের মূল মঞ্চে প্রতিপক্ষ হিসেবে কাদের পাচ্ছে লাল-সবুজরা?
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজকের ম্যাচের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে উন্নীত হয়েছে। এশিয়ান অঞ্চলের ৪৬টি দেশ দ্বিতীয় পর্বে লড়বে। বাংলাদেশ তাদের একটি।
আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইপর্বের মূল মঞ্চে বাংলাদেশ
৪০ দলকে আটটি গ্রুপে বিভক্ত করে ড্র অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুরে। সেখানেই বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে। প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল থাকবে। প্রতিটি দল আটটি ম্যাচ পাবে। হোম এবং অ্যাওয়ে হিসেবে ম্যাচগুলো খেলবে।
রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে আট গ্রুপের আটটি দল সঙ্গে চার সেরা গ্রুপ রানার্স আপ দল তৃতীয় রাউন্ডে উন্নীত হবে। বিশ্বকাপের হোস্ট হওয়ায় কাতার সরাসরি বিশ্বকাপে খেলবে। এবং এশিয়ান কাপের হোস্ট হওয়ার দ্বিতীয় রাউন্ড থেকে চীন খেলবে।
তৃতীয় ও চতুর্থ রাউন্ড শেষে শীর্ষ দুই দলই বিশ্বকাপের টিকিট পাবে। বাছাইপর্বের দ্বিতীয় পর্ব শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৫ তারিখ থেকে।
বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে ১৭ জুলাই। কারা প্রতিপক্ষ হচ্ছে সেদিনই জানা যাবে ড্রয়ে। আর সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে দ্বিতীয় পর্বের লড়াইও শুরু হবে।
সারাবাংলা/জেএইচ
আরও পড়ুন
বিশ্বকাপ বাছাইপর্ব: হারানো সুদিন ফেরানোর লড়াই এবার
লাওস বধ করে বিশ্বকাপের মূল বাছাইপর্বে এক পা বাংলাদেশের
‘বিশ্বকাপ ফুটবল স্বপ্নের’ ফেরিওয়ালা রবিউল
বিশ্বকাপ বাছাইপর্বের মূলপর্বে ওঠার লক্ষ্য নিয়ে লাওসে বাংলাদেশ
বিশ্বকাপ প্রাক বাছাইয়ে যাদের পায়ে মিলবে ম্যাজিক
থাই ক্লাবকে উড়িয়ে শেষ হলো বাংলাদেশের প্রস্তুতি
বাংলাদেশের ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের সরব উপস্থিতি
স্বাধীনতার ৪৮ বছরে এই প্রথম যে কীর্তি গড়লো বাংলাদেশ!
জয়েও দুশ্চিন্তার মেঘ বাংলাদেশের আকাশে
বিশ্বকাপ বাছাইপর্বের মূল মঞ্চে বাংলাদেশ