খেলতে এসে খেলতে না পারা হতাশার: মাশরাফি
১১ জুন ২০১৯ ২২:৫২ | আপডেট: ১২ জুন ২০১৯ ১৯:০২
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি না হওয়ায় যা ক্ষতি হওয়ার হয়েছে বাংলাদেশের। মাশরাফি-সাকিবদের সেমি ফাইনালে ওঠার পথটি আদতে কঠিন আর অসম্ভবই হয়ে উঠেছে। টাইগারদের হাতে আছে আরও ৫টি ম্যাচ। সেমিতে উঠতে হলে পাঁচটি ম্যাচেই জিততে হবে মাশরাফির দলকে।
মাঠে এসে বৃষ্টির কারণে ম্যাচ খেলতে না পারায় হতাশ টাইগার কোচ স্টিভ রোডস। সংবাদ সম্মেলনে তিনি নিজের হতাশার কথা জানিয়েছেন। ম্যাচ শেষে টাইগার দলপতি মাশরাফি শুনিয়েছেন নিজের হতাশার কথা।
ম্যাচ খেলতে না পারার হতাশা লুকিয়ে রাখতে পারেননি মাশরাফি। তিনি জানালেন, ‘ম্যাচ খেলতে এসে খেলতে না পারা সব দলের জন্যই হতাশার। এভাবেই টুর্নামেন্ট এগিয়ে যাচ্ছে। আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছি। যদিও জয়ের সুযোগ ছিল। ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য জয়ের সুযোগ পাইনি। কিন্তু আজকের দিনটা ছিল সত্যিই হতাশাজনক।’
আগামী ১৭ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। হার্ডহিটার ব্যাটসম্যানে পূর্ণ উইন্ডিজ দলটিকে ভয় পাচ্ছেন না মাশরাফি। তবে, তাদের বিপক্ষে জয় পাওয়াটা একটু কঠিন হবে বলে মনে করেন মাশরাফি। তার উপর যে ভেন্যুতে খেলা সেই টনটন মাঠটিও বেশ ছোটো। এ কারণে পাল্লা ভারী থাকবে উইন্ডিজ হার্ডহিটারদের দিকেই।
মাশরাফি যোগ করেন, ‘টনটন খুব ছোট মাঠ। আর সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সহজ হবে না। কিন্তু কঠিন লড়াই করার বিকল্প নেই আমাদের হাতে।’
এদিকে, চলতি বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করা সাকিব ভুগছেন উরুর ইনজুরিতে। উইন্ডিজ ম্যাচের আগে সাকিবের খেলা নিয়ে শঙ্কা দূর হয়ে যাবে বলে আশা করছেন মাশরাফি। তিনি যোগ করেন, আমি মনে করি এর মধ্যেই সাকিব সুস্থ হয়ে উঠবে। সেরে উঠতে এখনও হাতে চার থেকে পাঁচদিন আছে।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি