শঙ্কামুক্ত সুপারম্যান সাকিব
১১ জুন ২০১৯ ২১:৩০ | আপডেট: ১১ জুন ২০১৯ ২১:৪৭
গতকাল ইংল্যান্ড স্থানীয় সময় বিকেলে সাকিবের উরুর ইনজুরির সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ দলের এক মুখপাত্র জানিয়েছিলেন, ‘আজ তার উরুতে একটা এক্সরে করা হবে, এরপরে বিস্তারিত জানাবো।’ বিকেল পেরিয়ে রাতও গড়িয়ে গেল, কিন্তু এই টাইগার অলরাউন্ডারকে নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে শোনা গেল না!
অথচ কিছুক্ষণ পরেই বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অতি গুরুত্বপূর্ণ ম্যাচটি হওয়ার কথা ছিল। উপায়ন্ত না দেখে নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করি। তখন ব্রিস্টলে ঝুম বৃষ্টি। ম্যাচ হবে কী হবে না, সেটা নিয়ে সবাই দোলাচালে।
ওপাশ থেকে ফোন রিসিভ করে হাবিবুল বাশার বললেন, ‘সাকিব ম্যাচ খেলতে রেডি। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে আমরা অবশ্যই পাচ্ছি। আজকেও (শ্রীলঙ্কা ম্যাচ) প্রয়োজনে খেলবে।’
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর মঙ্গলবার (১১ জুন) দুপুরে বিস্ট্রল কাউন্টি ক্লাব গ্রাউন্ডের সংবাদ সম্মেলন কক্ষে একই প্রশ্ন করা হয় বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডসকে।
তিনিও সুপারম্যান সাকিবকে নিয়ে আশার বানীই শোনালেন, ‘আপনারা সবাই দেখেছেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সে কিছুটা চোটাগ্রস্থ ছিল। তারপরেও সে খেলেছে। তবে আমরা তাকে নিয়ে আশাবাদী। সেভাবে সে সেরে উঠছে, আশা করছি পরের ম্যাচগুলোতেও সাকিব খেলতে পারবে।’
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি