Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হতাশ টাইগার কোচ, তাকাচ্ছেন সামনে


১১ জুন ২০১৯ ২১:২০ | আপডেট: ১১ জুন ২০১৯ ২১:৪৭

ম্যাচটি মাঠে গড়ালে হয়তো পূর্ণ ২ পয়েন্টই পেত বাংলাদেশ। কিন্তু ব্রিস্টলের নির্দয় বৃষ্টি সেটা আর হতে দিল কই? কোটি কোটি ভক্তের দোয়া ও শুভকামনা উপেক্ষা করে টানা বর্ষণে ভাসিয়ে নিয়ে গেল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি। এতে ক্ষতি যা হবার তা হলো মাশরাফিদেরই। মাত্র ১ পয়েন্ট পাওয়ায় শেষ চারের পথ হয়ে উঠলো আরও বন্ধুর।

সেমিতে যেতে লাল সবুজের দলটিকে এখন বাকি ৫ ম্যাচের সবক’টিতেই জিততে হবে। একটিতেও পা হারকালে চলবে না। বৃষ্টি বাগড়ায় বিশ্বকাপে দলের এমন নিষ্ঠুর সমীকরণে তাই দারুণ হতাশ টাইগার হেড কোচ স্টিভ রোডস। উপায়ন্ত না দেখে বললেন, আমরা সামনের দিকে তাকাচ্ছি। ওইন্ডিজ ম্যাচতো বটেই, পরের গুলোতেও আমাদের জিততে হবে।

তিনি জানান, ‘এটা দারুণ হতাশার। ম্যাচটিতে আমরা ২ পয়েন্টের যে লক্ষ্য স্থির করেছিলাম সেটা হলো না। মাত্র ১ পয়েন্ট পেলাম। অবশ্যই হতাশার। কিন্তু আমরা কি ই বা করতে পারি? কিছুই না। এখন সামনের ম্যাচগুলো জিততে হবে। পরের ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্যই। আবহাওয়ার উপরে তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’

আবহাওয়ার ওপর কারোই নিয়ন্ত্রণ নেই এবং থাকেও না। অতি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি মাথায় রেখে আয়োজকরা বিশ্বকাপের সূচি নির্ধারণ করতে পারতেন। শুধু সেমি ফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে না রেখে লিগ পর্বের ম্যাচগুলোতেও রাখাটা প্রশ্নবিদ্ধ হতো না। আর দেশটি যেহেতু ইংল্যান্ড, যেখানে দিনে-রাতে আবহাওয়া তার নানান রূপ দেখাতে পটু, সেখানে রিজার্ভ ডে থাকা তো সত্যিই জরুরি ছিল।

রিজার্ভ ডে না থাকার ক্ষতিটা বাংলাদেশের মতো অনেক দলই এবারের বিশ্বকাপে হারে হারে টের পেয়েছে। গতকাল সাউদাম্পটনে ম্যাচটির কথাই ধরা যাক না। বৃষ্টি বাগড়ায় ম্যাচটি পণ্ড না হলে প্রোটিয়াদের বিপক্ষে নিঃসন্দেহে উইন্ডিজ শিবির আরো ২টি পয়েন্ট পেতে পারত। অনুরূপ প্রোটিয়ারাও।

বিজ্ঞাপন

ভাগ্যের এমন নির্মম পরিহাসের শিকার হতে হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কাকেও। সামনে আরো কত ম্যাচে এমন হয়, সৃষ্টিকর্তাই জানেন।

কাজেই মঙ্গলবার (১১ জুন) ব্রিস্টলের সংবাদ সম্মেলন কক্ষে সেই রিজার্ভ ডে নিয়ে প্রশ্ন করা হলো স্টিভ রোডসকে। কিন্তু মারমার কাটকাট কোনো উত্তর তার কাছ থেকে পাওয়া গেল না, ‘রিজার্ভ ডে, আমরা সবাই ইংলিশ আবহাওয়া সম্পর্কে জানি । কখন বৃষ্টি আসবে সেটা কেউ জানে না। আমি জানি আবহাওয়াটা টুর্নামেন্ট আয়োজকদের জন্য ভাবনার কারণ। তবে রিজার্ভ ডে রাখাটা কঠিন। যেহেতু আমাদের ভ্রমণ বেশি এবং এক শহর থেকে আরেক শহরে যেতে হয়। এই ধরণের টুর্নামেন্ট লম্বা হয়ে থাকে। আমি বলব এটা দর্শকদের জন্যও হতাশার। কেননা তারা টিকিট কিনে খেলা দেখতে আসে।’

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

কোচ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল র‌্যাবিটহোল স্টিভ রোডস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর