Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ ম্যাচের তিনটিই বৃষ্টির পেটে, বাংলাদেশ সাতে


১১ জুন ২০১৯ ২০:৩০

চলমান বিশ্বকাপ ১৬টি ম্যাচের ইতি টেনেছে। সবশেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ আর শ্রীলঙ্কার। ব্রিস্টলের এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টির কারণে ১৫তম ম্যাচটিও পরিত্যক্ত হয়। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। তারও আগে গত ৭ জুন পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল। ১৬ ম্যাচের তিনটিই বৃষ্টির কারণে ভেস্তে গেছে।

সর্বোচ্চ চারটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকা। লঙ্কানদের দুটি ম্যাচ বৃষ্টির পেটে চলে যায়। আদতে চন্দিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কাই লাভবান হয়েছে।

বিজ্ঞাপন

পয়েন্ট টেবিলে এ মুহূর্তে শীর্ষে তিন ম্যাচের তিনটিতেই জেতা নিউজিল্যান্ড। গতবারের রানার্সআপদের সংগ্রহ সর্বোচ্চ ৬ পয়েন্ট। দুইয়ে থাকা স্বাগতিক ইংল্যান্ড তিন ম্যাচের দুটিতে জিতেছে, তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান চার পয়েন্ট নিয়ে তিনে ভারত, যারা খেলেছেই দুটি ম্যাচ। চারে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তিন ম্যাচের দুটিতে জয় আর একটিতে পরাজয় নিয়ে অজিদের সংগ্রহ ৪ পয়েন্ট।

এই বিশ্বকাপে বাজে শুরু করা শ্রীলঙ্কা চার ম্যাচের একটিতে জিতেছে, একটিতে হেরেছে। বাকি দুটি ম্যাচেই প্রতিপক্ষের পয়েন্টে ভাগ বসিয়েছে। লঙ্কানদের সংগ্রহ ৪ পয়েন্ট, অবস্থান পাঁচে। ছয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়ানরা তিন ম্যাচের একটিতে জয়, একটিতে পরাজয় আর একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে। তাতে উইন্ডিজদের সংগ্রহ ৩ পয়েন্ট। বাংলাদেশ নেমে গেছে সাত নম্বরে। চার ম্যাচের একটিতে জয়, দুটিতে পরাজয় আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বাংলাদেশের। লঙ্কানরা টাইগারদের পয়েন্টে ভাগ বসানোয় ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের সেমি ফাইনালে উঠার লড়াইটা আদতে কঠিনই হয়ে গেল।

বিজ্ঞাপন

পয়েন্ট টেবিলের আটে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা পাকিস্তান। তিন ম্যাচের একটি জয়, একটি পরাজয় আর একটি পরিত্যক্ত ম্যাচের কারণে তাদের পয়েন্ট ৩। নয়ে নেমে যাওয়া দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের কোনোটিতেই জেতেনি। উইন্ডিজদের সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় প্রোটিয়াদের নামের পাশে মাত্র ১ পয়েন্ট। টেবিলের তলানিতে তিন ম্যাচের তিনটিতেই হারা আফগানিস্তান। কোনো পয়েন্ট যোগ করতে পারেনি আফগানরা।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ পরিত্যক্ত বাংলাদেশ ব্রিস্টল র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর