বাংলাদেশ ম্যাচ শেষে শ্রীলঙ্কা ফিরবেন মালিঙ্গা
১১ জুন ২০১৯ ১৬:৪০ | আপডেট: ১১ জুন ২০১৯ ১৬:৫০
শ্রীলঙ্কা দলের অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গা বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ শেষেই দেশে ফিরে যাচ্ছেন। শাশুড়ির শেষকৃত্যে যোগ দিতে তিনি চলে যাবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিসিয়াল টুইটার পেজ থেকে এমনটাই নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার (১১ জুন) টুইটারে এক বার্তায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানায়, শাশুড়ির মৃত্যুর কারণে ব্রিস্টলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষ করে দেশের বিমান ধরবেন মালিঙ্গা। তবে তিনি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ জুনে অনুষ্ঠিত পরবর্তী ম্যাচের পূর্বেই দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
বিশ্বকাপ মহারণে সেমি ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মঙ্গলবার (১১ জুন) ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটিতে বৃষ্টি বাগড়া দিয়েছে। এখনও টস করা সম্ভব হয়নি, ম্যাচ শুরুতেও তাই বিলম্ব হচ্ছে।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এসবি