শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবকে নিয়ে শঙ্কা
১০ জুন ২০১৯ ২৩:০৩ | আপডেট: ১০ জুন ২০১৯ ২৩:৪৯
নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেমি ফাইনালের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে টাইগারদের জয়ের কোনো বিকল্প নেই। হেরে গেলে কিংবা বৃষ্টিতে ম্যাচটি পণ্ড হলে আদতে টাইগারদেরই ক্ষতি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছোটো একটি বাজে খবর, ইনজুরিতে পড়েছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নিয়ে শ্রীলঙ্কা ম্যাচে শঙ্কা থাকছে।
ঊরুর চোটে শ্রীলঙ্কা ম্যাচে খেলা নিশ্চিত নয় সাকিবের। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় ঊরুর সামনের দিকে চোট পান সাকিব। ফলে, সোমবার (১০ জুন) তিনি অনুশীলন করেননি।
ইংল্যান্ডের বিপক্ষে চোট নিয়েই সাকিব ব্যাটিং করেছেন। ক্যারিয়ারের অষ্টম আর বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটিও করেছেন ওই ম্যাচে। বিশ্বকাপের টানা তিন ম্যাচেই ব্যাট হাতে সেরা এই বাঁহাতি। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি শীর্ষে। ৩ ম্যাচে ২৬০ রান করা সাকিব উইকেট নিয়েছেন তিনটি।
এদিকে, বাংলাদেশ দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন সারাবাংলা.নেটকে জানালেন, সাকিবের ঊরুর চোট আছে। আগের ম্যাচেই সে এই চোট পেয়েছিল। তাকে বিশ্রামে রাখা হয়েছে। চোটের জায়গায় এমআরআই করানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে পাইনি। স্ক্যানের রিপোর্ট পেলেই বোঝা যাবে সাকিবের অবস্থাটা। শ্রীলঙ্কা ম্যাচে সাকিবকে পাওয়াটা তাই ৫০-৫০।
স্ক্যান রিপোর্টের ওপরই হয়তো নির্ভর করছে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের খেলা।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি/এমআরএফ