Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ ম্যাচ পরিত্যক্ত


১০ জুন ২০১৯ ২১:৩৪

সাউদাম্পটনের হ্যাম্পাশায়ার বোলে চলতি বিশ্বকাপের ১৫তম ম্যাচে নেমেছিল দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। তবে, বৃষ্টির কারণে অবশেষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দুদলই পয়েন্ট ভাগাভাগি করেছে।

বৃষ্টির আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৯ রান। প্রোটিয়াদের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন কুইন্টন ডি কক এবং হাশিম আমলা। নিজের প্রথম ওভারে বল করতে এসে কুইন্টন ডি কককে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন কেমার রোচ। তবে ডিআরএসের সাহায্য নিয়ে সে যাত্রায় বেঁচে যান ডি কক। রিভিউতে দেখা যায় বল তার ব্যাটে কিংবা গ্লাভসে লাগেনি। বল লেগেছে তার থাই প্যাডে। আর তাই রিভিউতেই সে যাত্রায় রক্ষা প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

বিজ্ঞাপন

রিভিউ নিয়ে ডি কক বেঁচে গেলেও পরের ওভারে শেল্ডন কটরেলের বলে স্লিপে দাঁড়িয়ে থাকা ক্রিস গেইলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হাশিম আমলা। নামের পাশে মাত্র ৬ রান যোগ করতে পেরেছিলেন আমলা। ষষ্ঠ ওভারের প্রথম বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে কটরেলের দ্বিতীয় শিকারে পরিণত হন এইডেন মার্করাম। আউট হওয়ার আগে মাত্র ৫ রান করেছিলেন মার্করাম।

এরপর বৃষ্টি নামলে মাঠে আর বল গড়ায়নি। অপরাজিত ছিলেন ডি কক (১৭) আর দলপতি ফাফ ডু প্লেসিস (০)।

মাঠের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার সময়টা ভালো যাচ্ছে না বেশি। বিশ্বকাপের শুরুতেই ধাক্কা খেয়ে পিছিয়ে গেছে প্রোটিয়ারা। প্রথম ম্যাচে ১০৪ রানে হেরেছে স্বাগতিক ইংল্যান্ডের কাছে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ১৪ রানে আর নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটের হার প্রোটিয়াদের। এই ম্যাচেও জয়ের দেখা পেল না প্রোটিয়ারা। চার ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র ১।

বিজ্ঞাপন

অন্যদিকে শেষ ১৯৭৯ সালে কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েডের হাত ধরে জোড়া শিরোপা জিতেছিল উইন্ডিজ দল। তবে এরপরে আর শিরোপার স্বাদ উপভোগ করতে পারেনি ক্যারিবীয়রা। এবারের বিশ্বকাপের আগে ব্যাটিং বোলিং দুই জায়গাতেই দারুণ ফর্মে আছে উইন্ডিজরা। নিজেদের প্রথম ম্যাচেই নিজেদের জাত চিনিয়েছে ক্যারিবীয়রা। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে তারা। তবে, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১৫ রানে হেরেছে তারা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ইমরান তাহির, আন্দেইল ফেলুকাওয়ো, কেগিসো রাবাডা, ক্রিস মরিস, ভ্যান ডার সেন ও বুরান হেন্ড্রিকস।

উইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল (সহ-অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, শাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, নিকোলাস পুরান, অ্যাশলে নার্স, কেমার রোচ, ওশান থমাস ও শেল্ডন কটরেল।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

উইন্ডিজ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ দক্ষিণ আফ্রিকা পরিত্যক্ত র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর