বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন লঙ্কান পেসার
৯ জুন ২০১৯ ২১:৩১
বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানে চারটি উইকেট নিয়েছিলেন লঙ্কান পেসার নুয়ান প্রদীপ। বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানে দুটি আর অপরটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮ রানে একটি উইকেট নিয়েছিলেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি। পরের ম্যাচে আফগানদের বিপক্ষে ৩১ রানে চারটি উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা।
দারুণ ছন্দে থাকা ৩২ বছর বয়সী এই লঙ্কান পেসারকে সামলাতে হবে না বাংলাদেশকে। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে ছিটকে গেছেন তিনি। অনুশীলনে নেটে কুশল পেরেরাকে বল করার সময় একটি বল তার মুখের দিকে ছুটে আসে। আত্মরক্ষার্থে তিনি হাত এগিয়ে নেন। ডান হাতে মারাত্মক চোট পেলে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পরে নুয়ান প্রদীপকে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা আশা করছেন সবকিছু ঠিক থাকলে ১ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে প্রদীপের। তাতে বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে দারুণ ফর্মে থাকা এই পেসারকে নিশ্চিতভাবেই পাচ্ছে না লঙ্কানরা। আগামী ১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে শ্রীলঙ্কা।
এদিকে, শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে, ‘প্রদীপকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা তার হাত ভালো করেই পরীক্ষা করেছেন। সৌভাগ্যক্রমে তার আঙুল ভাঙেনি। তবে, ফেটে যাওয়াও সেখানে সেলাই দিতে হয়েছে। চিকিৎসকরা আশা করছেন প্রদীপ ১ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। তাকে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে আমরা প্রদীপকে খেলাতে পারছি না।’
নুয়ান প্রদীপের ইনজুরিতে লঙ্কানদের স্কোয়াডে আসার সুযোগ পেতে পারেন আরেক পেসার কুশন রাজিথা। স্ট্যাডবাই প্লেয়ার হিসেবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। লঙ্কান টিম ম্যানেজমেন্ট তাকে বাংলাদেশের বিপক্ষে নামিয়েও দিতে পারে।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি