Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলি নন, স্মিথই বিশ্বসেরা: ফিঞ্চ


৯ জুন ২০১৯ ১৩:২৯

ভারতের দ্বিতীয় আর অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচে লন্ডনের দ্য ওভালে মুখোমুখি একে অপরের। তবে ওভালে বল মাঠে গড়ানোর আগেই দুই দেশের দ্বৈরথ শুরু। আর শুরুটা করলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

কোনো ক্রিকেট সমর্থককে যদি জিজ্ঞাসা করা হয়, ক্রিকেটের এখন সেরা ব্যাটসম্যান কে? নিশ্চই নামটি আসবে বিরাট কোহলির। তবে অজি অধিনায়ক র‍্যাংকিং কিংবা সমর্থকদের কথার ধার ধারলেন না। সোজাসাপটা জবাব, ‘ক্রিকেটে এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ।’

বিজ্ঞাপন

প্রায় এক বছর নিষেদ্ধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন স্টিভ স্মিথ। আর বিশ্বকাপ দিয়ে স্মিথের নতুন যাত্রা শুরু। তবে নিষেধাজ্ঞার আগে ঠিক যেখানে শেষ করেছিলেন স্মিথ, সেখান থেকেই শুরু করেছেন। দারুণ ফর্ম নিয়ে এক বছরের নিষেধাজ্ঞা, আর সেই ফর্ম নিয়েই বিশ্বকাপ শুরু।

অস্ট্রেলিয়ার অধিনায়করা সেই প্রথম থেকেই প্রতিপক্ষের অধিনায়কের উপর বাড়তি এক চাপের সৃষ্টি করে আসছে। ম্যাচ শুরুর আগেই চাপে ফেলে দেন প্রতিপক্ষকে। কথার লড়াইয়ে সব থেকে এগিয়ে থাকে যে তারাই। তবে কেবল কথাতেই নয়, তারা এগিয়ে থাকে মাঠের লড়াইয়েও।
বিশ্বকাপে ভারতের বিপক্ষে নামার আগে বিরাট কোহলির বিরুদ্ধেই মন্তব্য করে বসলেন অজি অধিনায়ক। তবে এবার আর দল কিংবা পারফরম্যান্স নিয়ে নয়। অজি অধিনায়ক জানালেন বিরাট কোহলির থেকে ব্যাটিংয়ে এগিয়ে এখন স্টিভ স্মিথই। ক্রিকেটের তিন সংস্করণেই এগিয়ে এই অজি ব্যাটসম্যান।

ফিঞ্চের এই মন্তব্য কোহালির কান পর্যন্ত পৌঁছে গিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অজিদের সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরেই ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা আসেন সাংবাদিক সম্মেলনে। সাংবাদিকেরাও এই সুযোগ হাত ছাড়া করেননি। রোহিতকে ছুঁড়ে দিয়েছেন পাল্টা প্রশ্ন। ভারতীয় সহ-অধিনায়ক রোহিতকে প্রশ্ন করা হয়, ‘একটু আগেই অজি অধিনায়ক বলেছেন, ক্রিকেটের তিন সংস্করণেই এখন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান স্মিথ। এ বিষয়ে আপনার কি মতামত? স্মিথ নাকি কোহালি কে সেরা? রোহিত অবশ্য প্রশ্নটি এড়িয়ে গেছেন অভিনব এক পন্থায়। রোহিত বলেন, ‘কোহলি-স্মিথ যত দিন খেলবে, ততদিনই এই বিতর্ক চলতে থাকবে। তবে কে কার থেকে সেরা তা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।‘

বিজ্ঞাপন

তবে রোহিতের মতে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ হবে জমজমাট। তিনি বলেছেন, ‘আমাদের দু’দলের মধ্যে গত কয়েক মাসে দারণ লড়াই হয়েছে। আমরা অস্ট্রেলিয়ায় গিয়ে ভাল খেলেছি। ওরাও ভারতে এসে সিরিজ জিতেছে। তাই এই ম্যাচে লড়াইটা জমজমাট হবে।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে জিতিয়েছেন রোহিতই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই ওপেনার। তবে সেঞ্চুরির চেয়েও রোহিত বেশি সন্তুষ্ট শেষ পর্যন্ত থেকে দলকে জেতাতে পেরে।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত প্রায় দুইশত ম্যাচ খেলে ফেলেছি। তারপরেও যদি শেষ পর্যন্ত উইকেটে থেকে দলকে জেতাতে না পারি, তা হলে আর কবে জেতাব?’

অস্ট্রেলীয় অধিনায়ক আবার একটু আগেই বলে গিয়েছেন তাঁর পূর্বসূরির কথা। প্রাক্তন অধিনায়ক স্মিথকে নিয়ে বর্তমান অধিনায়ক ফিঞ্চ বলেছেন, ‘উইন্ডিজদের বিপক্ষে আমরা দেখেছি, একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ব্যাট করছে স্টিভ। প্রথম দিকে বাউন্সার এলেই ছেড়ে দিচ্ছিল স্মিথ। ৩৩ ওভারের মাথায় ও একটা পুল শট মারতে গিয়ে প্রায় ক্যাচ আউট হয়ে যাচ্ছিল। এর পরে আবারও বাউন্সার বল গুলোকে ছেড়ে দিচ্ছিল সে।’

তবে অজি অধিনায়ক ঠিকই মনে করছেন কোহলি,রোহিত আর ধোনি এই তিনজনকে দ্রুত ফেরাতে না পারলে যেকোনো পরিস্থিতি থেকে দলকে টেনে তুলতে পারবেন। এ ব্যাপারে অজি অধিনায়ক বলেন, ‘এর আগে আমরা শুরুর দিকে কোহলিকে ঠিক মতো বল করতে পারিনি। যার ফলে ও প্রথম থেকেই দ্রুত রান তুলত আমাদের বিপক্ষে। আর সে উইকেটে পোক্ত হয়ে গেলে কী করতে পারে, তা আমরা সবাই জানি। একই রকমভাবে খেলে রোহিতও।’

আর ধোনির সম্পর্কে বলতে গিতে ফিঞ্চ বলেন, ‘আমরা অস্ট্রেলিয়াতে দেখেছি, ধোনিকে আউট করা সহজ নয়। ভারতের মাটিতে দুটো ম্যাচেও ধোনি দলকে জিতিয়েছিল। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

রোববার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় দ্য ওভালে শুরু হবে অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যকার ম্যাচটি।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: তবে কি বিশ্বকাপটাই অপয়া তামিমের?

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়া-ভারত অ্যারন ফিঞ্চ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিরাট কোহলি রোহিত শর্মা স্টিভ স্মিথ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর