Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের অপেক্ষা, ২ বছর পর আরেক অপেক্ষার অবসান


৯ জুন ২০১৯ ০৬:১৮ | আপডেট: ৯ জুন ২০১৯ ১৬:৪১

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকানো সাকিব আল হাসান আরেকটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন। সেঞ্চুরি করে ৬ হাজার ওয়ানডে রানের পথে এগিয়েছেন সাকিব। আবার এই সেঞ্চুরির মধ্যদিয়েই সাকিব ঠিক দুই বছর পর আরেকটি সেঞ্চুরির অপেক্ষার অবসান ঘটিয়েছেন। সেটিও আবার একই ভেন্যুতে, আইসিসির মেগা ইভেন্টে। বিশ্বকাপে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও এখন সাকিবের দখলে।

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার ওয়ানডে রান ছুঁতে সাকিবের প্রয়োজন আর মাত্র ২৩ রান। যে ছন্দে ব্যাট করছেন তাতে বিশ্বসেরা এই অলরাউন্ডারের হয়তো মাত্র একটি ম্যাচই লাগবে। সাকিবের অপেক্ষা এই মাইলফলক ছোঁয়ার। ২০১ ওয়ানডে ম্যাচের ১৮৯ ইনিংসে সাকিব করেছেন ৫ হাজার ৯৭৭ রান। ক্যারিয়ার সেরা অপরাজিত ১৩৪ রান।

বিজ্ঞাপন

এদিকে, ঠিক ২ বছর পর সাকিব আরেকটি সেঞ্চুরির অপেক্ষার অবসান ঘটিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে সেঞ্চুরির আগে সাকিবের সেঞ্চুরি ছিল সাতটি। সবশেষ সেঞ্চুরিটিও ছিল কার্ডিফের মাঠেই। সেটি ছিল ২০১৭ সালের ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে। সেদিন সাকিব ১১৫ বলে ১১টি চার আর একটি ছক্কায় করেছিলেন ১১৪ রান। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচে অসাধারণ সেঞ্চুরিতে দলের অবিস্মরণীয় জয়ে বড় ভূমিকা রেখেছিলেন সাকিব। কিউইদের বিপক্ষে জেতা সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ উঠেছিল সেমি ফাইনালে।

ঠিক দুই বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সাকিব খেললেন ১২১ রানের দারুণ একটি ইনিংস। সেই কার্ডিফেই এবার সাকিব পেলেন প্রথম বিশ্বকাপ সেঞ্চুরির স্বাদ, ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। আরও আছে, এই ভেন্যুতে সাকিবই একমাত্র ব্যাটসম্যান, যিনি পেয়েছেন একাধিক সেঞ্চুরি। ওয়ানডেতে এই ভেন্যুতে মোট সেঞ্চুরি ১০টি, তার চারটিই বাংলাদেশিদের। টাইগারদের পয়া ভেন্যু কার্ডিফের সোফিয়া গার্ডেনস সেঞ্চুরিবঞ্চিত করেনি টাইগারদের।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের বিপক্ষে তাদেরই মাঠে ১১৯ বলে ১২১ রানের ইনিংস খেলেছেন সাকিব। মাঝের ২২ ইনিংসে কোনো সেঞ্চুরি ছিল না তার নামের পাশে। এই ২২ ইনিংসের ১০টিতেই ফিফটি হাঁকিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রোভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল ৯৭ রানের একটি ইনিংস (২০১৮ সালের ২২ জুলাই)।

তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে সাকিবের সেঞ্চুরিটি বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড। এর আগে তিন নম্বরে নেমে দুটি সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল, একটি করেছিলেন জুনায়েদ সিদ্দিকী, সৌম্য সরকার। তিন নম্বর পজিশনে সাকিবের সেঞ্চুরিটি বাংলাদেশের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। সাকিবের ইনিংসের আগে তিনে নেমে গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে ১১৭ রান করেছিলেন সৌম্য সরকার।

এবারের বিশ্বকাপের আগে তিনটি বিশ্বকাপ খেলেছেন সাকিব। টানা চতুর্থ বিশ্বকাপে খেলছেন তিনি। এর আগে ২১ ম্যাচে সাকিবের সর্বোচ্চ ছিল ৬৩ রান। এবার প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন ৭৫ রান। নিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৬৪ রান। ইংল্যান্ডের বিপক্ষে দুই অঙ্কে থামেননি সাকিব, তিন অঙ্ক ছুঁয়েছেন।

সাকিব

১৩ ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে সাকিব। ৩ ম্যাচের তিন ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেছেন ২৬০ রান, ব্যাটিং গড় ৮৬.৬৬। চলতি বিশ্বকাপে ২৭১ বল মোকাবেলা করা সাকিব দুটি ফিফটি আর একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৭টি বাউন্ডারি। স্ট্রাইকরেট ৯৫.৯৪। সর্বোচ্চ ইংল্যান্ডের বিপক্ষে ১২১।

ড্রেসিংরুমে ফেরার পথে সাকিব দেখেছেন অন্যরকম এক দৃশ্য। সোফিয়া গার্ডেনসের পুরো গ্যালারি উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছে সাকিবকে। বিশ্বসেরা অলরাউন্ডার চারদিকে ব্যাট ঘুরিয়ে তার জবাবও দিয়েছেন। কার্ডিফের এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি তো এটাই। যেখানে সাকিবের এই ইনিংসটুকুই বাংলাদেশের পাল্টা লড়াইয়ের প্রতিচ্ছবি ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিয়েছে।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল মাইলফলক র‌্যাবিটহোল সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর