Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সবাইকে’ মানিয়েই তিনে সাকিব


৯ জুন ২০১৯ ০২:৩৭ | আপডেট: ৯ জুন ২০১৯ ০৩:৫০

আগে ব্যাটিং করতেন পাঁচে। এখন করছেন তিনে। এখানে সুযোগ পাওয়ার পরই ব্যাট হাতে সাকিব হয়ে উঠেছেন সুপারম্যান। তার শেষ ১৬ ম্যাচের পরিসংখ্যান সেই সাক্ষ্যই দিচ্ছে; ৯টি হাফ সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরিটিও করলেন তিনে সুযোগ পাওয়ার পর। যদি বলা হয় ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা সময় তিনি কাটাচ্ছেন, হয়তো এতটুকুও ভুল হবে না।

কিন্তু তার এই তিন নম্বরে নামার পথটি মোটেও মসৃণ ছিল না। একে একে দলের সবাইকে মানিয়ে তবেই ফিরে পেয়েছেন প্রিয় জায়গা। চ্যালেঞ্জও কম ছিল না। এক ম্যাচ খারাপ করলেই তিন ছেড়ে ফিরে যেতে হবে আগের অর্ডারে। কিন্তু না, চ্যালেঞ্জ নিয়ে হারার পাত্র সাকিব নন। বরং প্রত্যাশার চাইতেও এই অর্ডারে তিনি ভালো করছেন। দিন যত যাচ্ছে ততই মুগ্ধতা ছড়াচ্ছে তার ব্যাট।

শনিবার (৮ জুন) কার্ডিফের সোফিয়া গার্ডেনসে ইংল্যান্ডের বোলিংয়ে তোপে যখন বাংলাদেশের ব্যাটসম্যানরা থরোথরো, তখন তার ব্যাটই কেবল আলো ছড়িয়েছে। খাপখোলা তরবারিসম ব্যাটে খেলেছেন ১২১ রানের অনবদ্য এক ইনিংস। তাতে অবশ্য বাংলাদেশ দলের শেষ রক্ষা হয়নি। হারতে হয়েছে ১০৬ রানে। বিশ্বকাপে এটি টানা দ্বিতীয় হার।

ম্যাচ শেষে তাই বাংলাদেশ দলের পারফর্মার হিসেবে সংবাদ সম্মেলনে এলেন এই টাইগার সুপারম্যান। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, ব্যাটিংয়ে তিনে নামতে নিশ্চয়ই অনেককেই মানাতে হয়েছে। সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নে স্মিত হেসে লাল সবুজের বিশ্বসেরা বললেন, ‘কয়েকজন না, দলের সবাইকে রাজি করিয়েই তিনে আসতে হয়েছে। এটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। একটা ম্যাচ খারাপ করলেই আবার আমাকে পাঁচে ফিরে যেতে হতো।’

বিজ্ঞাপন

সাকিব যোগ করেন, ‘ভিন্ন এক ধরণের চ্যালেঞ্জ (তিনে ব্যাটিংয়ে নামা)। এটা (রান করা) কেবল শুরু হলো। আমি আরও অবদান রাখতে চাই ব্যাট-বলে। এটা আমার জন্য সুযোগ আরও বেশি ভালো ব্যাটিং করে অবদান রাখার। সামনে যে ম্যাচগুলো আছে চেষ্টা করব অবদান রাখার।’

সাকিব যতদিন পাঁচে খেলেছেন ততদিন বাংলাদেশের তিন নম্বর পজিশনটি ছিল দুশ্চিন্তার কারণ। তার আগমনে এখন এই অর্ডার বেশ সুরক্ষিত। এখানে তার ধারাবাহিক পারফরম্যান্সে এই আশা করাই যায় অনাগত দিনগুলোতেও নিশ্চয়ই তার ব্যাট আরো দ্যুতি ছড়াবে, যাতে আলোকিত হবে গোটা লাল সবুজের দল।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল র‌্যাবিটহোল সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর