Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় টার্গেটেও ভেঙে পড়েনি বাংলাদেশ


৮ জুন ২০১৯ ২২:৫০ | আপডেট: ১৪ জুন ২০১৯ ২০:২৮

চলতি বিশ্বকাপের ১২তম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক ইংল্যান্ড এবং বাংলাদেশ। ৩৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ২৮০ রান। ইংলিশরা ম্যাচটি জেতে ১০৬ রানের ব্যবধানে। বিশ্বমঞ্চে বড় রান তাড়া করতে নেমেও হাল ছাড়েনি টাইগাররা। চাপের মধ্যে থেকেও বিশ্বকাপে প্রথম আর ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ সেরা হয়েছেন ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান জেসন রয়।

বিজ্ঞাপন

কার্ডিফের ওয়েলসে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ইংলিশরা তোলে ৩৮৬ রান। এটাই বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১১ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ইংলিশরা তুলেছিল ৩৩৮ রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার জেসন রয়। ফিফটির দেখা পেয়েছেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো, জস বাটলার। শেষ দিকে ক্যামিও ইনিংস খেলেন লিয়াম প্লাংকেট আর ক্রিস ওকস।

বিজ্ঞাপন

সোফিয়া গার্ডেনসে শনিবার (৮ জুন) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। আগের দুই ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। এদিকে, মঈন আলির জায়গায় ইংলিশরা নিয়েছে লিয়াম প্লাংকেটকে। সুখবর পেতে যাচ্ছেন মঈন আলি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে এই ম্যাচে।

প্রথম ৫ ওভারে ১৫ রান তুলেছিল স্বাগতিকরা। পরের ১০ ওভারে তোলে ৮৬ রান। ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ১০১। রাউন্ড দ্য উইকেট থেকে ইনিংসের ২০তম ওভারের প্রথম বলটি করেন মাশরাফি। এক্সট্রা লিফটের বলটি ঠিকমতো খেলতে পারেননি জনি বেয়ারস্টো। ব্যাটে লেগে উঠে যাওয়া বলটি শর্ট কাভারে দাঁড়ানো মেহেদি মিরাজ দারুণ ক্যাচে পরিণত করেন। দলীয় ১২৮ রানের মাথায় ইংলিশরা প্রথম উইকেট হারায়। বিদায়ের আগে ইংলিশ ওপেনার বেয়ারস্টো ৫০ বলে ছয়টি চারে করেন ৫১ রান।

এরপর ৭৭ রানের জুটি গড়েন জো রুট এবং জেসন রয়। ২০৫ রানের মাথায় বিদায় নেন রুট। ইনিংসের ৩২তম ওভারে দারুণ এক স্লোয়ারে সাইফউদ্দিন বোল্ড করেন জো রুটকে। ব্যাটের কানায় লেগে বোল্ড হওয়ার আগে ২৯ বলে রুট করেন ২১ রান। পরের বলেই জস বাটলারের বিপক্ষে এলবির আবেদন, আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি। বাংলাদেশ রিভিউ নিয়েও তাকে ফেরাতে পারেনি।

২৩৫ রানের মাথায় মিরাজ ফেরান সেঞ্চুরিয়ান জেসন রয়কে। ইংলিশ এই ওপেনার মাশরাফির হাতে ধরা পড়ার আগে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন। সাজঘরের পথ ধরার আগে টাইগার বোলারদের ভুগিয়ে ১২১ বলে ১৪টি চার আর ৫টি ছক্কায় করেন ১৫৩ রান। আউট হওয়ার ঠিক আগের তিন বলে পর পর মিরাজকে তিনটি ছক্কা হাঁকান। দলীয় ৩৩০ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় ইংলিশরা, সাইফউদ্দিন ফিরিয়ে দেন জস বাটলারকে। বাউন্ডারি সীমানায় সৌম্য সরকারের তালুবন্দি হওয়ার আগে বাটলার ৪৪ বলে দুটি চার আর চারটি ছক্কায় করেন ৬৪ রান।

৪৭তম ওভারে দলীয় ৩৪০ রানের মাথায় মিরাজ নিজের দ্বিতীয় উইকেটটি তুলে নেন। সৌম্য সরকারের তালুবন্দি হয়ে ফেরেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। এর আগে ৩৩ বলে একটি চার আর দুটি ছক্কায় মরগান করেন ৩৫ রান। শেষ ১০ ওভারে ১১১ রান তুলে নেয় ইংলিশরা। আর শেষ ১৭ বলে ক্রিস ওকস-লিয়াম প্লাংকেট জুটিতে আসে অবিচ্ছিন্ন ৪৫ রান। ওকস ৮ বলে দুই ছক্কায় ১৮ রান করে অপরাজিত থাকেন। প্লাংকেট ৯ বলে চারটি চার আর একটি ছক্কায় করেন অপরাজিত ২৭ রান।

১০ ওভারে ৭১ রান দিয়ে সাকিব কোনো উইকেট পাননি। ইনিংসের শুরুর ওভার থেকে একটানা সাত ওভার বল করেছেন সাকিব। মাশরাফি ১০ ওভারে ৬৮ রান দিয়ে পান একটি উইকেট। মোস্তাফিজ ৯ ওভারে ৭৫ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। মেহেদি হাসান মিরাজ ১০ ওভারে ৬৭ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। মোসাদ্দেক হোসেন সৈকত ২ ওভারে ২৪ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। সাইফউদ্দিন ৯ ওভারে ৭৮ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট।

৩৮৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে দলীয় ৮ রানের মাথায় বিদায় নেন ওপেনার সৌম্য সরকার। ব্যক্তিগত ২ রান করে জোফরা আর্চারের বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগের ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন সৌম্য। সাকিবের সঙ্গে ৫৫ রানের জুটি গড়ে বিদায় নেন তামিম ইকবাল। মার্ক উডের করা ১২তম ওভারের শেষ বলে ইয়ন মরগানের তালুবন্দি হওয়ার আগে তামিম করেন ২৯ বলে ১৯ রান। দলীয় ৬৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর চলতি বিশ্বকাপে আরেকটি শতরানের জুটি গড়েন সাকিব-মুশফিক। এই জুটিতে আসে ১০৬ রান। ইনিংসের ২৯তম ওভারের শেষ বলে বিদায় নেন ৪৪ রান করা মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক। লিয়াম প্লাংকেটের বলে জেসন রয়ের তালুবন্দি হওয়ার আগে মুশফিক ৫০ বলে দুটি বাউন্ডারি হাঁকান। পরের ওভারে মোহাম্মদ মিঠুন বিদায় নেন। আদিল রশিদের এই উইকেটটি যতটা না নিজের, তার চেয়ে বেশি মিঠুনের বিলিয়ে দেওয়া উইকেট। নিজের দ্বিতীয় বলেই তুলে মারতে গিয়েছিলেন মিঠুন, উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দলীয় ১৭০ রানের মাথায় বাংলাদেশ চতুর্থ উইকেট হারায়।

সাকিব

উইকেটের এক প্রান্তে সাকিব ছিলেন দুর্দান্ত। ৫৩ বলে ফিফটি পূর্ণ করা সাকিব ৯৫ বলে সেঞ্চুরির দেখা পান। বিশ্বকাপে এটাই সাকিবের প্রথম সেঞ্চুরি। তবে, চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচের তিনটিতেই ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেললেন সাকিব। শুধু কি তাই, ওয়ানডে ক্যারিয়ারে পেলেন অষ্টম সেঞ্চুরির দেখা। এখানেই শেষ নয়, টানা চার বিশ্বকাপ খেলতে আসা সাকিব টানা তৃতীয় বিশ্বকাপে বিশ্বসেরা অললাউন্ডার হিসেবে খেলতে নামেন। সাকিব তার খেলা সবশেষ সাত ইনিংসের পাঁচটিতে ফিফটি আর একটিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন। ৪০তম ওভারে বেন স্টোকসের ইয়র্কার সামলাতে না পারলে বোল্ড হন সাকিব। তার আগে ১১৯ বলে ১২টি চার আর একটি ছক্কায় সাকিব করেন ১২১ রান।

সাকিবের বিদায়ে মাঠে নামেন মোসাদ্দেক হোসেন সৈকত। শুরুতে একটু সতর্ক থাকলেও পরে ব্যাট চালিয়ে রান বাড়ানোর চেষ্টা করেন। ৪৪তম ওভারে স্টোকসের বলে ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চলে জোফরা আর্চারের হাতে ধরা পড়েন সৈকত। তার আগে ১৬ বলে চারটি বাউন্ডারিতে করেন ২৬ রান। দলীয় ২৬১ রানের মাথায় মার্ক উডের বলে টপএজ হয়ে বিদায় নেন ৪১ বলে এক চার আর এক ছক্কায় ২৮ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৬তম ওভারে বেন স্টোকসের বল ব্যাটে লেগে স্টাম্পে লাগলেও বেইল পড়েনি, বেঁচে যান মোহাম্মদ সাইফউদ্দিন। পরের বলে সরাসরি বোল্ড হন ৫ রান করা সাইফউদ্দিন। দলীয় ২৬৪ রানে বাংলাদেশ হারায় অষ্টম উইকেট। ৪৯তম ওভারে ৮ বলে দুই চারে ১২ রান করা মেহেদি হাসানকে ফিরিয়ে দেন জোফরা আর্চার। একই ওভারে মোস্তাফিজকেও বিদায় করেন তিনি। মাশরাফি ৪ রানে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার তিনটি, বেন স্টোকস তিনটি, মার্ক উড দুটি, লিয়াম প্লাংকেট একটি আর আদিল রশিদ একটি করে উইকেট তুলে নেন।

চলমান বিশ্বকাপে ইংল্যান্ডের মতো বাংলাদেশেরও যাত্রা শুরু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। আর দু’দলই জিতেছে প্রোটিয়াদের বিপক্ষে। ইংলিশরা প্রোটিয়াদের বিপক্ষে পেয়েছিল ১০৪ রানে বড় জয়। আর টাইগারদের জয় ছিল ২১ রানের। দ্বিতীয় ম্যাচে অবশ্য হারের মুখ দেখেছে দু’দলই। কিউইদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে টাইগাররা হেরেছে মাত্র ২ উইকেটে আর পাকিস্তানের বিপক্ষে হেরেছে ইংলিশরা। দ্বিতীয় ম্যাচে ইংলিশদের হোঁচট পাকিস্তানের বিপক্ষে ১৪ রানে হেরে।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত এবং মোহাম্মদ মিঠুন।

ইংল্যান্ড একাদশ: ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জস বাটলার, জোফরা আর্চার, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস এবং মার্ক উড।

ম্যাচটির হাইলাটস দেখতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.rabbitholebd.com/details/21/75#

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ গাজী টিভি টাইগার র‌্যাবিটহোল