Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার ৪৮ বছরে এই প্রথম যে কীর্তি গড়লো বাংলাদেশ!


৭ জুন ২০১৯ ২২:১৬ | আপডেট: ৭ জুন ২০১৯ ২২:১৮

ঢাকা: স্বাধীনতার ৪৮ বছরে দেশের ক্রীড়াঙ্গনে অনেক উত্থান-পতন দেখেছে ক্রীড়াপ্রেমিরা। এখন ক্রিকেটের যেমন নাম ডাক একসময় ফুটবল রাজত্ব করতো দেশের ক্রীড়াঙ্গন। সালাউদ্দিন-কাওসার হামিদ-মোনেম মুন্না-বাবলুদের হাত ধরে তখন ফুটবলের রমরমা অবস্থা। কিন্তু তখনও একটা আক্ষেপ ছিল বাংলাদেশের।

টানা ‍দুই অ্যাওয়ে ম্যাচে কখনই এর আগে জেতার রেকর্ড নেই বাংলাদেশের। যেটা এবার হলো জামাল-রবিউলদের হাত ধরে। স্বাধীনতার এতোবছরে সাবেকদের আক্ষেপ মিটালো তাদেরই শিষ্যরা।

বিজ্ঞাপন

শুরুটা এ বছরের ৯ মার্চে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সেই অ্যাওয়ে ম্যাচে কম্বোডিয়ার অলিম্পিক স্টেডিয়ামে ১-০ গোল ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছিল বাংলাদেশ।

তার ঠিক তিন মাস পর ৬ জুন। এবার বিশ্বকাপ প্রাক-বাছাইপর্ব। লাওসের ভিয়েনতিয়েনে জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের একই ব্যবধানে হারায় বাংলাদেশ। টানা দুই অ্যাওয়ে ম্যাচের জয়ে দারুণ কীর্তি হলো সঙ্গে আক্ষেপও ঘুচলো বাংলাদেশের।

সাবেক ফুটবলারদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে সারাবাংলাডটনেট। সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু জানান, ‘আমার জানা মতে কখনই এর আগে টানা দুই অ্যাওয়ে ম্যাচ জিতেনি বাংলাদেশ। এবার সেটা হয়েছে। ভালো খেলেছে ফুটবলাররা।’

তাছাড়া অন্তর্জাল থেকে প্রাপ্ত তথ্যে ২০০১ সাল থেকে বাংলাদেশের খেলা সব ম্যাচের রেকর্ড নিশ্চিত করা গেছে।

বিগত সালে ফুটবলে বাংলাদেশের ম্যাচের যত তথ্য:
২০০১ সালের বিশ্বকাপের বাছাইপর্বে সাতটি ম্যাচ খেলে বাংলাদেশ। কোনও জয় নেই। ভিয়েতনাম ও মঙ্গোলিয়ার সঙ্গে ড্র করে। ২০০৩ সালে এশিয়ান কাপ ও বিশ্বকাপের বাছাইপর্ব মিলে চারটি ম্যাচ খেলে বাংলাদেশ। এশিয়ান কাপে হংকংয়ের সঙ্গে ড্র করে। ২০০৫ সালে এশিয়ান কাপের দুটি ম্যাচ খেলে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। ঢাকায় ড্র করে পরের ম্যাচে অ্যাওয়েতে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

২০০৬ সালে একই টুর্নামেন্টের আরও ১০টি ম্যাচ খেলে বাংলাদেশ। ঘরের মাঠে কম্বোডিয়া ও অ্যাওয়ে ম্যাচে গুয়ামকে হারায় বাংলাদেশ। একই বছরে এশিয়ান গেমসে তিন ম্যাচ খেলে বাংলাদেশ। তিন ম্যাচেই হারের মুখ দেখেছিল লাল-সবুজরা। ২০০৭ সালে চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে চারটি তিনটিতেই হেরেছিল বাংলাদেশ। একটি ড্র কম্বোডিয়ার সঙ্গে। এই বছরেই দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। ঘরের মাঠে তাজিকিস্তানের সঙ্গে ড্র ও কিরগিজস্তানের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

২০০৮ সোলে এএফসি চ্যালেঞ্জ কাপে আফগানিস্তানের সঙ্গে ড্র করে কিরগিজস্তানের কাছে হারে বাংলাদেশ। একই বছরে সাফ গেমসে তিনটি ম্যাচে ভুটানের সঙ্গে ড্র, আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার কাছে হারে বাংলাদেশ। ওই বছর অক্টোবরে ফ্রেন্ডলি ম্যাচে ঘরের মাঠেই মায়ানমারের সঙ্গে হারে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে মায়ানমারের সঙ্গে ড্র করে আসে।

২০০৯ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে তিনটি ম্যাচে দুটি জয় পায় বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে কম্বোডিয়াকে হারিয়ে হোম ম্যাচে পরের ম্যাচে মায়ানমারের সঙ্গে হারের মুখ দেখে। আরেকটি ম্যাচে ম্যাকাওকে হারায় লাল-সবুজরা। সাফের চার ম্যাচে ভারতের কাছে একমাত্র হারে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে ড্র ও ভুটান-শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ।

২০১০ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের চার ম্যাচে শুধু একটি ম্যাচে জয় পায় বাংলাদেশ। ২০১১ সালে বিশ্বকাপ বাছাইপর্ব, এএফসি ও সাফ মিলে ১০টা ম্যাচ খেলে বাংলাদেশ। জয় পায় ‍দুটিতে। তবে সেটা টানা অ্যাওয়ে নয়। ২০১২ সালে চার ম্যাচের একটি ম্যাচ বাতিল হয়। বাকী তিন ম্যাচের দুটিতে ড্র ও একটি বড় হার দেখে বাংলাদেশ। ২০১৩ সালে সাত ম্যাচে মাত্র একটি জয়। ২০১৪ সালে তিন ম্যাচে একটি জয়। দুটি ড্র।

২০১৫ সালটা সবচেয়ে হতাশার যায় বাংলাদেশের। সবচেয়ে ব্যস্ত বছরে সাফ, ফ্রেন্ডলি ও বিশ্বকাপ বাছাইপর্ব মিলে ১৫ ম্যাচে জয় মাত্র একটি। ২০১৬ সালেই মূলত বাংলাদেশের নির্বাসনের শুরুটা হয়। ফিফা ফ্রেন্ডলি, বিশ্বকাপ বাছাইপর্ব ও এশিয়ান কাপ বাছাইপর্বের ৯ ম্যাচে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। ভুটানের কাছে হেরে নির্বাসনে যেতে হয়েছে।

২০১৮ সালে দীর্ঘ ১৭ মাস পর লাওসের মাঠে ড্র করে অ্যান্ড্রু ওর্ডের বাংলাদেশ। সঙ্গে সাফ গেমসে দুটি জয় আর একটি হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জেমি ডের শিষ্যরা। বঙ্গবন্ধু গোল্ডকাপে লাওসকে হারায় বাংলাদেশ। বাকী দুটি ম্যাচে হার। সেমি থেকে বিদায়।

তারপর এই বছরে ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়ার মাটিতে তাদেরকে হারায় বাংলাদেশ। তিন মাস পর বিশ্বকাপ প্রাক বাছাইপর্বে অ্যাওয়ে ম্যাচে লাওসকে হারায়। দারুণ বিষয় হলো দুটি জয়ের ম্যাচে গোল করেছেন রবিউল হাসান। এই জয়ের ধারা অব্যাহত থাকুক এটাই কাম্য দেশের ফুটবল প্রেমিদের।

সারাবাংলা/জেএইচ

আরও পড়ুন

বিশ্বকাপ বাছাইপর্ব: হারানো সুদিন ফেরানোর লড়াই এবার

লাওস বধ করে বিশ্বকাপের মূল বাছাইপর্বে এক পা বাংলাদেশের
‘বিশ্বকাপ ফুটবল স্বপ্নের’ ফেরিওয়ালা রবিউল

বিশ্বকাপ বাছাইপর্বের মূলপর্বে ওঠার লক্ষ্য নিয়ে লাওসে বাংলাদেশ
বিশ্বকাপ প্রাক বাছাইয়ে যাদের পায়ে মিলবে ম্যাজিক
থাই ক্লাবকে উড়িয়ে শেষ হলো বাংলাদেশের প্রস্তুতি
বাংলাদেশের ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের সরব উপস্থিতি

আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল প্রাক বাছাইপর্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর